চট্টগ্রামের আনোয়ারায় বিরল প্রজাতির সাদা প্যাঁচা উদ্ধার
Published: 2nd, April 2025 GMT
চট্টগ্রামের আনোয়ারায় দুর্লভ প্রজাতির একটি সাদা প্যাঁচা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।
সন্ধ্যার পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেখানেই একটি খোলা মাঠে প্যাঁচাটিকে অবমুক্ত করে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালের দিকে গ্রামের বিলে শিশু-কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির প্যাঁচাটি। তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে লোকজন এগিয়ে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। ওই সময় এটিকে একটি খাঁচায় রাখা হয়েছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে গতকাল রাত সাড়ে ৭টার দিকে এটিকে ওই জায়গাতেই অবমুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় কয়েকজন শিশু-কিশোর খেলার সময় প্যাঁচাটিকে পেয়েছিল। পরে প্রশাসনকে জানানো হয়।
প্রাণীটিকে বিলুপ্তপ্রায় দাবি করে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘এটি সাদা প্রজাতির লক্ষ্মী প্যাঁচা। বর্তমানে আমাদের দেশে প্রাণীটির সংখ্যা কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১১ জনকে গ্রেপ্তার
আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।
তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।