গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে মধুমতি নদীতে নিখোঁজ হন কলেজছাত্র আ. করিম মুন্সি (২২)। নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

কলেজছাত্র করিম মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার সুলতালশাহী গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে। তিনি ঢাকার মিরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন । 

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আসেন আ.

করিম। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চার বন্ধু বাড়ির পাশে তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে নৌকায় করে মাছ শিকারে যান। একপর্যায়ে জালে জড়িয়ে করিম মুন্সী নদীতে পড়ে তলিয়ে যান। 
 
ওই কর্মকর্তা আরও বলেন, প্রথমে এলাকাবাসী ও পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল করিম মুন্সীকে উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর ডুবুরি দল সন্ধ্যা ৬টার দিকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। রাতে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প লগঞ জ কর ম ম ন স

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেস সচিব এ কথা বলেন।

ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসংগত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা শুল্কবিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন।

প্রেস সচিব আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি।’

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

আরও পড়ুনবাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ