অপূর্ব, চঞ্চল, মৌসুমী, তটিনী, কেয়া পায়েলদের নতুন নাটক কোন চ্যানেলে
Published: 2nd, April 2025 GMT
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ বুধবার ঈদের তৃতীয় দিন আরটিভি, দীপ্তটিভি ও মাছরাঙায় কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’ (পর্ব ১), শিল্পী: কনা, লুইপা, নদী, মৌসুমী। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘অপুর সংসার’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন। রাত ৮টায় একক নাটক আমারই থেকো। অভিনয়ে মুশফিক আর ফারহান। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘এক্সট্রা’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘হোটেল মায়ের দোয়া’। অভিনয়ে সাব্বির অর্ণব, মাহিমা।
দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘মাই ব্রাদার’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘আপনি না তুমি’। অভিনয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল। রাত ৮টায় একক নাটক ‘কোন এক বসন্ত বিকেল’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ভেসে যাওয়া কোন হাওয়ায়’। অভিনয়ে সাদিয়া আয়মান, তটিনী।
মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’, অতিথি: গীতিকার কবির বকুল। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘লাভ টু হেট ইউ’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম। রাত ৮টায় নাটক ‘শো অফ’। অভিনয়ে বর্ণ নাথ, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ফিরে দেখা’। অভিনয়ে জোভান, তটিনী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বউয়ের বিয়ে’। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদা না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ প্রবাসী তরুণ
রাজবাড়ীর গোয়ালন্দে চাঁদার টাকা না পেয়ে মালয়েশিয়া প্রবাসী এক তরুণকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে ওই তরুণ যমুনা নদীতে ঝাঁপ দেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চর রাখালগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তরুণের নাম আল আমিন মন্ডল (২৫)। তিনি পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। সাত বছর মালয়েশিয়ায় থেকে চার মাস আগে বাড়িতে আসেন তিনি। বিয়ের জন্য পাত্রী দেখতে গতকাল রাখালগাছি এলাকায় গিয়েছিলেন।
গোয়ালন্দ উপজেলা সদর থেকে রাখালগাছির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এলাকাটি ঘেঁষে আছে সর্বহারা–অধ্যুষিত পাবনার ঢালার চর। রাখালগাছির সঙ্গে ঢালার চরের সড়ক যোগাযোগ থাকলেও তিন দিক নদীবেষ্টিত হওয়ায় গোয়ালন্দ থেকে ইঞ্জিনচালিত নৌকাই একমাত্র যোগাযোগের মাধ্যম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল দুপুরে আল আমিন তাঁর মামা লিটন ও বোন আকলিমাসহ কয়েকজনের সঙ্গে ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে বিয়ের জন্য পাত্রী দেখতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে মোটরসাইকেলে করে তিনি পাশের গোয়ালন্দের রাখালগাছি বাজারে যান। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী, রবিউল ইসলামসহ ৭–৮ জন চারটি মোটরসাইকেলে করে রাখালগাছি বাজারে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করতে থাকেন। প্রাণ বাঁচাতে পাশের যমুনা নদীতে ঝাঁপ দেন আল আমিন। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের ভাষ্য, ১৫-১৬ দিন আগে শাহ আলী চা-নাশতা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় মুঠোফোনে আল আমিনকে গালাগাল করেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়।
দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কার বলেন, প্রাণ বাঁচাতে বাজারের পাশের যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ আছেন আল আমিন। খবর পেয়ে সন্ধ্যায় আমিনপুর ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অপরাধীদের ধরতে কাজ চলছে।