ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৮০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের পূর্ব দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত দিনমজুর ময়েন উদ্দিন শেখ (৮০) শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিশংকর পুর খাল পাড়ার মৃত চতুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর দিনমজুর ময়েন উদ্দিন ও তার স্ত্রী জাহানারা স্থানীয় বিলজানি বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বৃদ্ধ দম্পতি বাজার থেকে ২০০ গজ পূর্বদিকে পৌঁছালে পাশের রাস্তা থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে বৃদ্ধকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ময়েন উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে ময়েন উদ্দিন মারা যান।

এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক ছাব্বির হোসেন (৩০) খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাঈমুল ইসলাম বলেন, মোটসাইকেলচালক ছাব্বির পালিয়ে গেছেন। তবে তার ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ নমজ র ন হত সড়ক দ র ঘটন দ নমজ র

এছাড়াও পড়ুন:

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোর

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তাজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল তাজ। বিকেলে নয়মাইল এলাকায় তাদের মোটরসাইকেল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি এলাকায় রাত ৮টার দিকে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। তারা চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ