প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন লোকজন। অন্যদিকে, অনেকে আবার আজ ঢাকা ছাড়ছেন।  

বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশপথ গুলিস্তান ও যাত্রাবাড়ী ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঈদযাত্রা নিয়ে একাধিক যাত্রী জানান, দীর্ঘ ছুটি থাকায় পরিবার নিয়ে সময় কাটাতে গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছেন। কেউ  আবার ভোগান্তি এড়াতে আবার ঢাকায় ফিরছেন।

বাস টার্মিটালের বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা বলেন, ঈদুল ফিতরের ছুটি দীর্ঘ হওয়ায় এখনও মানুষ ঢাকা ছাড়ছে। কেউ কেউ ঢাকায় ফিরছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-বরিশাল, পটুয়াখালাী, ঝালকাঠী, পিরোজপুর, ঢাকা-খুলনা, যশোর রুটের বাসগুলো ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা আসা দূরপাল্লার বাসগুলো, কেরানীগঞ্জ, পোস্তাঘোলা, ধোলাইপাড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদে যাত্রী নামাচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আসা বাসগুলো যাত্রীদের সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনিরআখড়া কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড়সহ বিভিন্ন স্টপেজে যাত্রী নামছেন। বাড়তি ভাড়া দেওয়া ছাড়া ঢাকায় ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা।

সপরিবারে গুলিস্তানে বাস থেকে নেমেছেন নুরুল ইসলাম। তিনি বলেন, “গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। একটি প্রাইভেট কোম্পানিতে বিপণন বিভাগে কাজ করি। বৃহস্পতিবার থেকে আমার অফিস খুলছে। তাই আজকেই চলে আসলাম। আসতে তেমন সমস্যা হয়নি। শুধু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ২৫০ টাকা বেশি নিয়েছে।”

এদিকে, গুলিস্তান-যাত্রাবাড়ীতে বিভিন্ন বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।
গুলিস্তানে আবিদ হোসেন নামের এক যাত্রী বলেন, “একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করি। আজকে ছুটি পেলাম। পরিবারের সঙ্গে আনন্দ করতে বাড়ি যাচ্ছি। আজও বাড়তি ভাড়া নিচ্ছে।”

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোর

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তাজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল তাজ। বিকেলে নয়মাইল এলাকায় তাদের মোটরসাইকেল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি এলাকায় রাত ৮টার দিকে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। তারা চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ