পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার তাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন।

এ দিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দলের নেতারা বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

যদিও প্রেসিডেন্ট ভবন বা জারদারির দল পিপিপির পক্ষ থেকে আসিফ আলী জারদারির স্বাস্থ্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছা, পদ স্থগিত বিএনপি নেতার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকের গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর অভিযোগে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে বিএনপি নেতার। অভিযুক্ত বিএনপি নেতা আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি।

গত শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক নোটিশে আমিরের দলীয় সব পদ স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে আমির হোসেনের উদ্দেশে বলা হয়, ‘মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতোমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। এ গর্হিত কাজের জন্য আগামী ৩ মাসের জন্য প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হলো।’

পদ স্থগিত বিষয়ে আমির হোসেন বলেন, দলের সিদ্ধান্তের প্রতি তাঁর সম্মান রয়েছে। এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। কারণ প্রেসের লোকজন ডাল কেটে ব্যানার লাগিয়েছিল। তিনি জানার পর তা খুলে ফেলেন। এর পরও দল তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা তিনি মাথা পেতে নিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ