ট্রলারডুবিতে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার
Published: 2nd, April 2025 GMT
ঈদ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামাল শরীফের (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ বুধবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থল পাতাবুনিয়া সংলগ্ন নদী থেকে তার উদ্ধার করা হয়।
জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।
এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে একদল যুবক পার্শ্ববর্তী উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে যান। খেলা শেষে ট্রলারযোগে বাড়ি ফেরার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও জামাল নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও নদীর স্রোত ও গভীরতা এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। আজ সকালে আবারও উদ্ধার কাজ শুরু হলে সকাল ৭টার দিকে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.
গলাচিপা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সৌরভ বালা জানান, নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীর শেরেবাংলা নগরে চলছে ঈদমেলা খাবার, পোশাক, নাগরদোলা—সবই আছে
পিঠা, মিষ্টি, কেক, চটপটি ও ফুচকা কিংবা পোশাক ও শতরঞ্জি। এ ধরনের শতাধিক প্রয়োজনীয় পণ্যের পসরা বসেছে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। ঈদুল ফিতর উপলক্ষে এখানে বিশেষ মেলা আয়োজন করা হয়েছে।
শেরেবাংলা নগরের অবস্থিত এই সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দুই দিনের এই ‘ঈদ আনন্দমেলা’ অনুষ্ঠিত হচ্ছে। মেলার আয়োজক ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ ঈদের দিন সোমবার ও ঈদের পরদিন মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। আয়োজকেরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে এ ধরনের মেলা এই প্রথম আয়োজন করা হলো।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দুই দিনব্যাপী “ঈদ আনন্দ মেলা” চলছে