চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।

গতকাল মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে চীন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়।

২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।

অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।

সি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ