Risingbd:
2025-04-23@21:51:55 GMT

দুইয়ে দুই পাঞ্জাব

Published: 2nd, April 2025 GMT

দুইয়ে দুই পাঞ্জাব

আইপিএলের এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো পাঞ্জাব কিংস। মঙ্গলবার (০১ এপ্রিল) রাতে দ্বিতীয় ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে পাঞ্জাব। অন্যদিকে তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে টেবিলের ষষ্ঠ স্থানে।

ইকানা ক্রিকেট স্টেডিয়ামে এদিন লক্ষ্ণৌ আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান তোলে। জবাব দিতে নেমে ১৬.

২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাঞ্জাব।

রান তাড়া করতে নেমে ২৬ রানেই পাঞ্জাব উদ্বোধনী ব্যাটসম্যান প্রিয়াংশ আর্যর উইকেট হারায়। ১ চারে ৮ রান করে ফেরেন তিনি। সেখান থেকে প্রভসিমরন সিং ও শ্রেয়াস আয়ার দ্বিতীয় উইকেটে ৮৪ জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ১১০ রানের মাথায় প্রভসিমরন আউট হলে ভাঙে এই জুটি। তিনি ৩৪ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৬৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলে যান।

এরপর অধিনায়ক শ্রেয়াস ও নেহাল বাধেরা তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শ্রেয়াস ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রানে ও নেহাল ২৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের দুটি উইকেটই নেন লক্ষ্ণৌর দিগ্বেশ রাঠি।

তার আগে লক্ষ্ণৌ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, এইডেন মার্করাম ও আব্দুল সামাদের ব্যাটে ১৭১ রানের লড়াকু পুঁজি পায়। পুরান ৩০ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। বাদোনি ৩৩ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ৪১ রান। মার্করাম ৪টি চার ও ১ ছক্কায় ২৮ এবং সামাদ ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।

বল হাতে পাঞ্জাবের অর্শ্বদীপ সিং ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের লাগাম টানেন। এছাড়া লোকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন। ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন পাঞ্জাবের প্রভসিমরন সিং।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার। 

এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। 

শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ