ঈদের ছুটিতে কেউ দেশের বাইরে, কেউ ঘুরছেন হলে হলে
Published: 2nd, April 2025 GMT
ঈদের আগের দিন পর্যন্ত তারকাদের ব্যস্ততা থাকে এক রকম। ঈদের দিন থেকে চিত্রটা পাল্টে যায়। কেউ চলে যান দেশের বাইরে ঘুরে বেড়াতে। কেউ শিকড়ের টানে গ্রামে। কেউ ফাঁকা ঢাকায় মনের আনন্দে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ান। আবার যেসব তারকার সিনেমা মুক্তি পায়, তাঁদের ব্যস্ততার চিত্র একদমই উল্টো। দুপুরের পর থেকে কয়েকজন তারকা ও পরিচালক–প্রযোজক ঘুরে বেড়ান প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে। সরাসরি কথা বলেন সাধারণ দর্শকের সঙ্গে। এবারের ঈদে কয়েকজন তারকার সঙ্গে কথা বলে তাঁদের ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত হালচাল জানার চেষ্টা করা হয়েছে।
ঈদের সময়টায় চলচ্চিত্র তারকাদের ব্যস্ততা সবচেয়ে বেশি চোখে পড়ে, বিশেষ করে যাঁদের সিনেমা মুক্তি পায়। চাঁদ রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করলেও ঈদের দিন বিকেল থেকে সরজেমিনে ঘুরে বেড়ান সংশ্লিষ্ট ছবির তারকা–প্রযোজক এবং পরিচালকেরা। ঈদের ছবি দেখার আগ্রহকে সাধারণ মানুষের কাছে আরও বাড়াতে ছবির প্রধান পাত্র–পাত্রীদের এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা যায়। গত সোমবার দুপুরের পর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন দাগি ছবির অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক শিহাব শাহীন। পরদিন তাঁরা একই প্রেক্ষাগৃহে যান।
ঈদের দিন থেকে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার, পরিচালক মেহেদী হাসানও গিয়েছেন স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে। দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে তাঁরা সেখানে যান এবং ছবিটি নিয়ে নিজেদের স্বপ্নের কথাও তুলে ধরেন।
‘জংলি’ ছবির নায়ক সিয়াম আহমেদ, নায়িকা শবনম বুবলী ও দীঘি এবং সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদকে ঢাকার প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গেছে। সিয়াম এদিন লুঙ্গি পরে প্রেক্ষাগৃহে গেছেন। দর্শকের প্রতিক্রিয়া শুনেছেন। দীঘির জন্য এবারের ঈদটা ছিল বিশেষ; কারণ, নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি মুক্তি পেয়েছে। নিজের হাতে ‘জংলি’ লেখা মেহেদির নকশা এঁকেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঈদ র দ
এছাড়াও পড়ুন:
গাজীপুরে নির্মাণাধীন হ্যাচারিতে চাঁদা দাবি, কাজ বন্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি নির্মাণাধীন হ্যাচারিতে ‘বিএনপির নেতাকর্মী’ পরিচয়ে চাঁদা দাবি এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীপুরের বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় ম্যাক হ্যাচারি (ইউনিট-২) নামের ওই প্রতিষ্ঠানে কয়েক দিন ধরে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার (২২ এপ্রিল) দেশীয় অস্ত্রসহ একদল যুবক সেখানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।
কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল বারী জানিয়েছেন, জাহাঙ্গীর আলম (৪০), ইব্রাক একান্ত (২৬), মো. সুমন (৩৮), রাসেল আকন্দ (৩৮), আলিফ আকন্দসহ (২০) ৫০-৬০ জন অজ্ঞাত ‘বিএনপির নেতাকর্মী’ পরিচয়ে চাঁদা দাবি করে নির্মাণকাজে বাধা দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মারধর, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় শ্রমিকদের বের করে দেওয়া হয়। হামলায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেছেন, দলীয় সমন্বয়ের অভাবে এটা হয়েছে। ছাত্রদলকর্মী সামিউল ইসলাম একাই নির্মাণসামগ্রী সরবরাহ করায় স্থানীয় কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন। তবে, তারা পরে আলোচনার মাধ্যমে পুনরায় কাজ শুরু করেছেন।
এদিকে, ছাত্রদলের কর্মী সামিউল ইসলাম জানিয়েছেন, তিনি বৈধ কার্যাদেশের ভিত্তিতে নির্মাণসামগ্রী সরবরাহ করছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বাধা দিচ্ছেন এবং সম্প্রতি চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে বরমী ইউনিয়ন বিএনপি ও শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রফিক সরকার/রফিক