ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের ট্যাবের পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চাপরতলা ইউনিয়নের স্টিল ব্রিজের কাছে এ সংঘর্ষ হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপরতলা গ্রামের বাইতুল রহমান জামে মসজিদের পাশে খালি জায়গায় গ্রামের কিছু শিশু খেলা করছিল। অভিযোগ ওঠে, খেলা শেষে জমসেদ আলীর নাতি পাশের মসজিদে হাত-মুখ ধোয়ার জন্য গেলে সে ট্যাব চালিয়ে পানি নষ্ট করে ফেলে। স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ বিষয়টি লক্ষ্য করে শিশুটিকে সতর্ক করেন। এ নিয়ে শিশুটির মায়ের সঙ্গে তর্ক বাঁধে, যা পরে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আটকরা হলেন- অলি মিয়া, সুলতান মিয়া, ছোয়াব মিয়া, হুছন আলী ও জাফর আলী।

নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন স রনগর স ঘর ষ

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স প্রোগ্রাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে (আইআইটি) মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ভর্তির প্রক্রিয়া চলছে।

আবেদনের যোগ্যতা—

*সিজিপিএ–২.৫ (৪-এর মধ্যে) বা ২য় শ্রেণি; যেকোনো ডিসিপ্লিনে।

*৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স সিএস/সিই/ সিএসই/ইসিএস/সিআইটি/আইসিটি/ আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারে।

আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৫

ভর্তি পরীক্ষা: ১১ এপ্রিল, বেলা ৩টা

ফলাফল প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫

বিস্তারিত জানতে ওয়েবসাইট: https://pmit.iitju.edu.bd/

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ, আবেদন শেষ ৩ এপ্রিল
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স প্রোগ্রাম
  • মৌলভীবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত