নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার মানে পাকিস্তান। এবার ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে হয়। তবে পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভার দেরি হলে ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে পাকিস্তানের মোট জরিমানা দাঁড়িয়েছে ১০ শতাংশ।
এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ব্ল্যাক ক্যাপস স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন টিম সেইফার্ট।
আরো পড়ুন:
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ জিতল নিউ জিল্যান্ড
প্রথম ওয়ানডেতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানের বোলারদের চাপে ফেলেছিলেন চ্যাপম্যান। ক্যারিয়ারসেরা ১৩২ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি।
বাঁহাতি এই ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং দক্ষতা দেখিয়ে পাকিস্তানি বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার দৃঢ় ব্যাটিং দলের অন্যদেরও আক্রমণাত্মক মেজাজে খেলতে সাহায্য করে। বিশেষ করে, অভিষিক্ত মোহাম্মদ আব্বাস দ্রুততম হাফসেঞ্চুরি করে পাকিস্তানি বোলারদের আরও চাপে ফেলে দেন।
আগামীকাল বুধবার সেডন পার্ক হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া এ বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেবে।
বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা-দাদির কবর জিয়ারত করেন।
নির্বাচনের জন্য ডিসেম্বর এবং জুন দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই নির্বাচন হয়ে যাবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে। নির্বাচন দিবে কি, দিবে না। অবশ্যই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক।
এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ।