লক্ষ্মীপুরে চোর সন্দেহ চররুহিতার ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক রাজু হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। নিহত রাজু হোসেনের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে সোমবার (৩১ মার্চ) রাতে এ মামলা করেন।

মামলায় চারজনের নাম উল্লেখ এবং ২৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে। তারা হচ্ছে, সদর উপজেলার শাকচর এলাকার কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। গ্রেপ্তারদের মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মামলা ও গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আবদুল মোন্নাফ। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

আরো পড়ুন:

রাজশাহীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

রাজু হোসেন চররুহিতার ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি রাজুর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গ জড়িত। রাতের আধারে কবির হোসেন নামে এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাকে পিঠিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিকদলের নেতাকর্মীরা।

মামলা সুত্রে জানা যায়, রোববার (৩০ মার্চ) রাতে সদর উপজেলার সবুজের গোঁজা এলাকায় প্রতিবেশী  কবির হোসেনের ঘরে মোবাইল চার্জ দিয়ে যায় রাজু  হোসেন। এ সময় রাজুকে চোর সন্দেহে আটক করে কবির হোসেন ও সহযোগীরা। এক পর্যায়ে অটোরিকশার চোর সন্দেহে কাজল কোম্পানীর ইটভাটার সামনের রাস্তায় গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পাশাপাশি রাতভর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যায়। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কবির হোসেনসহ চারজনকে আটক করে। পরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা/লিটন/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না: তথ্য উপদেষ্টা 

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া এ বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেবে।

বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা-দাদির কবর জিয়ারত করেন।

নির্বাচনের জন্য ডিসেম্বর এবং জুন দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই  নির্বাচন হয়ে যাবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে। নির্বাচন দিবে কি, দিবে না। অবশ্যই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ।
 

সম্পর্কিত নিবন্ধ