কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলায় গৃহবধূ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাকিম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। প্রতিবন্ধী স্বামী পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজারে চা দোকানদার। বাজার কমিটির অনুরোধে পর্যায়ক্রমে বাজার পাহারায় ঘটনার রাতে ব্যস্ত ছিলেন স্বামী। রাত ১টার পরে টিনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে হাকিম। এতে ওই নারী জেগে গেলে তার গলায় ছুরি ধরা হয়। এক পর্যায়ে গৃহবধূকে ধর্ষণ করে যুবক হাকিম।
স্থানীয়দের অভিযোগ, হাকিম নিয়মিত মাদকসেবন করেন। চুরি ডাকাতির সঙ্গেও তিনি জড়িত। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য তিনি। পার্শ্ববর্তী বোয়ালিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভটিজিংও করতেন তিনি। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হলেও স্থানীয়রা তার ও কিশোর গ্যাংয়ের ভয়ে মুখ খুলতে পারেনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
ভিডিও করার সময় পা ফসকে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।