আরও একটি বিশ্বকাপে খেলার বিষয়ে যা বললেন কোহলি
Published: 1st, April 2025 GMT
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় হয়তো ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে পারেন তিনি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত ওয়ানডে ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং ২০২৭ সালের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান তিনি।
৩৬ বছর বয়সী কোহলি ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হলেও, এখনই সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি। আইপিএল চলাকালীন এক অনুষ্ঠানে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার বড় লক্ষ্য।’’
কোহলির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান।
আরো পড়ুন:
দুই টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস
অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা
ভারত ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি। আর ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স-আপ হয়। সেই হার কোহলির জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক, যা তিনি প্রকাশও করেছিলেন। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে কিছুটা হলেও সেই দুঃখ মিটেছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তখন কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার ফিটনেস ও মানসিক দৃঢ়তা বিবেচনায় নিয়ে বলা যায়, বয়স তার জন্য বড় কোনো বাধা হবে না। তিনি এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন পরবর্তী বিশ্বকাপের জন্য।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক হল ব শ বক প জ
এছাড়াও পড়ুন:
নেইমারের সঙ্গে বিতর্কে জড়ানো জেসুসই কি হচ্ছেন ব্রাজিলের কোচ
পরবর্তী কোচ খুঁজছে ব্রাজিল। এখনো কেউ নিশ্চিত হননি, তবে আলোচনায় এগিয়ে জর্জ জেসুস। আল হিলালের এই পর্তুগিজ কোচ নাকি সবুজ সংকেতও দিয়েছেন। ব্রাজিল জাতীয় দলের অংশ হতে চান তিনি। তবে জেসুস নিজেই জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে এখনো তাঁর সঙ্গে এ বিষয়ে কেউ কথা বলেননি।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’–এর সাংবাদিক মাউরো সিজার পাহেইরা জানিয়েছেন এ খবর। তবে একটি খটকা থেকেই যায়। নেইমারের সঙ্গে সম্পর্কটা ভালো নয় জেসুসের। ব্রাজিল তারকা সৌদি ক্লাবটিতে চোটাক্রান্ত অবস্থায় থাকতে গত জানুয়ারিতে জেসুস বলেছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই। তারপর অবশ্য জল গড়িয়েছে অনেক দূর।
নেইমার আল হিলাল ছেড়ে যোগ দিলেন সান্তোসে এবং আবারও চোটে পড়েছেন। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুটি ম্যাচেও খেলতে পারলেন না। দুটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার কাছে শেষ ম্যাচে ৪–১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই হন দরিভাল জুনিয়র। পরবর্তী কোচের আলোচনায় কার্লো আনচেলত্তির নাম সবার ওপরে থাকলেও রিয়াল মাদ্রিদের এ কোচ ব্রাজিল নিয়ে সেভাবে আগ্রহ দেখাননি এবং তিনি স্প্যানিশ ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষ করতে চান বলে খবর। সিবিএফের ‘প্ল্যান বি’ হিসেবে তারপরই আলোচনায় উঠে এসেছে জেসুসের নাম।
চোটের কারণে আপাতত মাঠের বাইরে নেইমার