ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।  

আগামীকাল প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পেপ গার্দিওলা জানান, ‘দলীয় চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন, হল্যান্ডকে পাঁচ, ছয় কিংবা সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’  

চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত নতুন ফরম্যাটে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই আসরের আগেই হল্যান্ডকে ফিট পাওয়ার আশা করছে ম্যানচেস্টার সিটি। 

চোটের আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০ গোল করে চলতি মৌসুমেও সিটির আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাই তার অনুপস্থিতি ম্যানচেস্টার সিটির জন্য বড় ধাক্কা।  

তবে খেলোয়াড়দের চোটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলছেন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘এর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মৌসুম জুড়েই এমনটা ঘটছে।’  

তবে তিনি আশা করেন, হল্যান্ড দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, ‘আমাদের দলে যারা চোট পেয়েছে, তাদের জন্য সত্যিই দুঃখিত। আর্লিংয়ের জন্যও কষ্ট লাগছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, যেন সে যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য হল য ন

এছাড়াও পড়ুন:

ভক্তদের ডাকে ফিরছে ‘অড সিগনেচার’

সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে গত বছর নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় ব্যান্ড অড সিগনেচারের। এতে ব্যান্ডটির গিটারিস্ট ও ভোকাল আহাসান তানভীর পিয়াল ও মাইক্রোবাসের চালক আবদুস সালাম মারা যান। দুর্ঘটনায় আরও তিন ব্যান্ড সদস্য আহত হন। এরপর ব্যান্ডটির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।
বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতবিষয়ক বিভিন্ন পেজ ও গ্রুপে ভক্তরা নিয়মিতই ‘অড সিগনেচার’কে ফেরার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু মানসিক ট্রমা ও পরিবার থেকে অনুমতি না পাওয়ায় ফেরা হচ্ছিল না সদস্যদের। তবে এবার ভক্তদের জন্যই ফিরছে ব্যান্ডটি। চলতি মাসেই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে ‘অড সিগনেচার’।

ব্যান্ডটির কি–বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ প্রথম আলোকে বলেন, ‘আমরা এ মাসেই ফিরছি। কবে ফিরছি, তা এখন বলা যাচ্ছে না। তবে এখন থেকে নিয়মিতই আমাদের পাওয়া যাবে। চলতি মাসের শেষেই সবকিছু জানা যাবে।’

গত পরশু ফেসবুক পোস্টে ‘অড সিগনেচার’–এর ফেরার ঘোষণা আপ্লুত করেছে ভক্তদের। মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, ‘উদ্‌গ্রীব হয়ে অপেক্ষায় আছি, আমার প্রথম আবেগ।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের আবারও মঞ্চে দেখার অপেক্ষা ফুরাচ্ছে না।’ প্রয়াত ব্যান্ড সদস্য পিয়ালকে নিয়ে একজন লিখেছেন, ‘পিয়াল ভাইকে অনেক মিস করব।’

২০১৭ সালে যাত্রা করে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। ‘আমার দেহখান’ গান অড সিগনেচারের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। এর বাইরে ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

সম্পর্কিত নিবন্ধ