ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।  

আগামীকাল প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পেপ গার্দিওলা জানান, ‘দলীয় চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন, হল্যান্ডকে পাঁচ, ছয় কিংবা সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’  

চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত নতুন ফরম্যাটে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই আসরের আগেই হল্যান্ডকে ফিট পাওয়ার আশা করছে ম্যানচেস্টার সিটি। 

চোটের আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০ গোল করে চলতি মৌসুমেও সিটির আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাই তার অনুপস্থিতি ম্যানচেস্টার সিটির জন্য বড় ধাক্কা।  

তবে খেলোয়াড়দের চোটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলছেন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘এর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মৌসুম জুড়েই এমনটা ঘটছে।’  

তবে তিনি আশা করেন, হল্যান্ড দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, ‘আমাদের দলে যারা চোট পেয়েছে, তাদের জন্য সত্যিই দুঃখিত। আর্লিংয়ের জন্যও কষ্ট লাগছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, যেন সে যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য হল য ন

এছাড়াও পড়ুন:

আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান

ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমানপরিবহন–সংশ্লিষ্ট সূত্রগুলো বুধবার এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) দেশটির আকাশসীমা দিয়ে চলাচলকারী দেশি-বিদেশি সব ফ্লাইট চলাচলের ওপর নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছে। বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সন্দেহজনক যেকোনো উড়োজাহাজের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া হবে না।

গাড়ি তল্লাশি করছেন ভারতের এক পুলিশ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে, ৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ