চট্টগ্রামের লোহাগাড়ায় একটি গ্রামীণ সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন ওমন খান (২০) নামের এক তরুণ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের দক্ষিণে হাজীপাড়ার মুখ সেতুর ওপর এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণ হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সেনেরহাট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বড়হাতিয়া হাজীপাড়ার রাস্তার মুখে সেতুর এক পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে গুরুতর আহত হন ওমন নামের ওই তরুণ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় হেলমেট না পরায় ওই তরুণ মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পেহেলগামে হামলার পর ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাধলেই সেটার প্রভাব পড়ে খেলাধুলায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের ওপর হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন।

এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার। এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার।

এ বছর ভারতের কোনো টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আর পিএসএল দেখা যাবে না

সম্পর্কিত নিবন্ধ