হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু
Published: 1st, April 2025 GMT
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি গ্রামীণ সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন ওমন খান (২০) নামের এক তরুণ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের দক্ষিণে হাজীপাড়ার মুখ সেতুর ওপর এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণ হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সেনেরহাট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বড়হাতিয়া হাজীপাড়ার রাস্তার মুখে সেতুর এক পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে গুরুতর আহত হন ওমন নামের ওই তরুণ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় হেলমেট না পরায় ওই তরুণ মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।