সীমান্ত ব্যাংকে নিয়োগ, বিবিএ অথবা স্নাতক পাসে আবেদন
Published: 1st, April 2025 GMT
সীমান্ত ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাসটেইনেবল ফাইন্যান্স (পিও-এফএভিপি) বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা ১৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে করতে পারবেন আগ্রহীরা।
ব্যাংকের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি
বিভাগের নাম: সাসটেইনেবল ফাইন্যান্স (পিও-এফএভিপি)
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন
আবেদনের বয়স: ৪০ বছরের মধ্যে হতে হবে
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫আবেদনের যোগ্যতা—*বিবিএ অথবা স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে
*ন্যূনতম ৫-৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৫
**আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫২৭ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এসএসসিতে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের কারণ অনুসন্ধানের নির্দেশ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেও প্রথম দিন থেকেই পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার বোর্ডের পাঠানো এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ফরম পূরণকারী পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অনুপস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য পদক্ষেপ নিয়েছে বোর্ড।
চিঠিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেও কোনো এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি, অথবা প্রথম দিন থেকেই অনুপস্থিত রয়েছে—তাদের সুনির্দিষ্ট তথ্য একটি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে পাঠাতে হবে। এ তথ্য পাঠানোর জন্য ১৫ কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, প্রত্যেক অনুপস্থিত পরীক্ষার্থীর জন্য আলাদা করে ফর্ম পূরণ করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য একাধিক ফর্ম পূরণ করা যাবে না।
অনুপস্থিতির কারণ জানার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী বা তার অভিভাবকের (বাবা/মা/আইনগত অভিভাবক) সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা ফোনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে হবে।
কোন শিক্ষার্থী অনুপস্থিত, সে তথ্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।
এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ সকল প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের প্রতি যথাযথ দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার সঙ্গে নির্দেশনা পালন করার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, তথ্য প্রেরণের জন্য নির্ধারিত গুগল ফর্মের লিংক: ? https://forms.gle/47kW2ZVKyCX92Lxz8
ঢাকা/হাসান/এনএইচ