গুলশান থানায় শাকিবের প্রযোজক, ঈদের সিনেমা নিয়ে কী হয়েছে
Published: 1st, April 2025 GMT
ঈদের সিনেমা ‘বরবাদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আশানুরূপ সাড়া পেয়েছে। স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় আগামী দুই দিনের কোনো টিকিট নেই। প্রদর্শনীর সংখ্যাও বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স। প্রদর্শনী বাড়িয়েছে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস কর্তৃপক্ষ। দর্শকের চাহিদায় গাইবান্ধার রোমা প্রেক্ষাগৃহে মধ্যরাতেও প্রদর্শনী হয়েছে। ঈদুল ফিতরের দিন থেকে ‘বরবাদ’ ছবির যখন এই অবস্থা, পরদিন মঙ্গলবার দুপুরে প্রযোজক–পরিচালক ছুটলেন ঢাকার গুলশান থানায়। এরপর তাঁরা ছুটে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। উদ্দেশ্য— মুক্তি পাওয়া বরবাদ ছবির পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া।
‘বরবাদ’ ছবির পাইরেসি নিয়ে গুলশান থানায় দায়ের করা সাধারণ ডায়েরি নম্বর ১৭। সাধারণ ডায়েরিতে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার একাধিক ফেসবুক, ইউটিউব ও টিকটক অ্যাকাউন্টের লিংকের কথা উল্লেখ করেছেন, যেখান থেকে ছবিটির পাইরেসির সূত্রপাত।
গুলশান থানায় সাধারণ ডায়েরি শেষে প্রযোজক শাহরিন আক্তার বলেন, ‘সিনেমা মুক্তির আগে পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি। এ কারণে সোশ্যাল মিডিয়াতে যত ভালো ফুটেজ ছিল, তা নামিয়ে ফেলা হয়েছে। কিন্তু সিনেমা হল থেকে মোবাইল ফোন, ক্যামেরা দিয়ে যাঁরা কপি করেছেন, সেটির জন্য আমাদের আইনি ব্যবস্থা নেওয়া খুবই দরকার ছিল। আমরা এ বিষয়ে একটা ফেসবুক পোস্টও দিয়েছিলাম, বলেছিলাম, আপনারা যারা এ ধরনের অপরাধ করছেন, তাঁরা বিরত থাকেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। আজ সকালে আমরা দেখছি, সিনেমার কপি মোবাইলে মোবাইলে ঘুরছে! এটা তো শুধু আমাদের নয়, পুরো সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি।
‘বরবাদ’ ছবির পোস্টার থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বরব দ
এছাড়াও পড়ুন:
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।