ঈদের দ্বিতীয় দিন টিভিতে যেসব নাটক-টেলিফিল্ম থাকছে
Published: 1st, April 2025 GMT
দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। যেখানে সবচেয়ে প্রাধান্য থাকছে নাটক আর টেলিফিল্মের। চলুন জেনে নিই আজ কোন চ্যানেলে কী কী নাটক ও টেলিফিল্ম প্রচার হবে।
বাংলাভিশন
রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: জামাই বউ চোর। এটি রচনা ও পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঝুমকা। এটি পরিচালনা করেছেন শহীদ-উন-নবী। এর বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন নিলয় আলমগীর ও হিমি ছাড়াও অনেকে।
এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। কাব্য হাসানের গল্টে চিত্রনাট্য করেছেন তানিন রহমান এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক : থাপ্পড়বাজ। এটি রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। এতে অভিনয়ে করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।
রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক : নজর। আকাইদ রনির রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক : তবুও পাশাপাশি। রিফাত আদনান পাপনের রচনায় এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।
আরটিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : মিস্টার অভাগা। জুয়েল এলিন রচনায় এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক : ও পাষাণী। এটি পরিচালনা করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।
চ্যানেল আই
বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম : প্রিয় প্রজাপতি। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : লাস্ট উইশ। একে অভিনয় করেছেন জোভান আহমেদ, আয়েশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ডাকু। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, শামীমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার প্রমুখ।
বৈশাখী টিভি
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ব্ল্যাক মানি। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : মানি লোকের মান। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : শাশুড়ির বিয়ে। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : লন্ডনি জামাই। এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ট্রাক ড্রাইভার। পরিচালনা করেছেন রুহুল আমিন শিশির। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।
এটিএন বাংলা
বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ঘরে সংসার বাহিরে প্রেম। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয় করেছেন নিলয় ও হিমি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : প্রিয় প্রিয়সীনি। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অভিনয় করেছেন জোভান, তটিনী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : মন দিতে চাই। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা আনন। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক : এক ধ্রুবতারা। এটি পরিচালনা : সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : ইমার্জেন্সি। এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু। এতে অভিনয়ে আছেন খায়রুল বাসার, কেয়া পায়েল। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক : গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : কথা হবে হিসাব করে। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক : সাফিয়া। এটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। অভিনয় করেছেন সাফা কবির, সোহেল মণ্ডল প্রমুখ।
মাছরাঙা টিভি
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : কিসমত। এটি রচনা ও পরিচালনা করেছেন মিফতাহ আনান। এতে অভিনয়ে করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : বজরা। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক : হাউকাউ। পরিচালনা করেছেন এ কে পরাগ। অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।
নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : শেষের বিন্দু। পরিচালনা করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ধ র ব হ ক ন টক কর ছ ন র কর ছ ন ত কর ছ ন স
এছাড়াও পড়ুন:
নাটোরে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, কার্যালয় ভাঙচুর
নাটোরের লালপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুলপুর গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে জুলহাস আলী (৫৫), রিপন আলীর ছেলে মো.রাফি (২২), করিম মন্ডলের ছেলে অন্তর মন্ডল (২১), জারেফ আলীর ছেলে শিশির হোসেন (১৪), হাজজাজের ছেলে মো. শুভ্র (৩০) ও আলমগীর হোসেন (৪৫)। এর মধ্যে জুলহাস আলী চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে বাওড়া রেল ব্রিজ এলাকায় মেলায় লটারি কেনাবেচা নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদ ও তাঁর বন্ধু আরিফুলসহ কয়েকজন বিএনপি নেতা জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে। এই ঘটনার জেরে রাতে পুনরায় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় আরিফের সমর্থক শুভ্র ও কালামের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কার্যালসসহ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের জুলহাস আলী, শুভ্র ও আলমগীরসহ ছয়জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী বলেন, ‘আমাদের অন্যায়ভাবে মারা হয়েছে। আমরা সুষ্ঠ বিচার চাই।’
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।