কমলাপুরে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
Published: 1st, April 2025 GMT
রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস কাউন্টারের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ রুহুল আমিন শেখ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন শেখকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক আবু সালেহ শাহিন বলেন, ‘‘আজ দুপুরে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থল বিআরটিসি ৬ নাম্বার বাস কাউন্টারের সামনে থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে জানান। বাসটি জব্দ করা হয়েছে।’’
নিহতের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামে। পিতা মেহের আলী। সবুজবাগ পূর্ব বাসাবোতে বাস করতেন। তিনি পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের নিরাপত্তা কর্মী ছিলেন।
ময়নাতদন্তের জন্য রুহুল আমিনের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
বুলবুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প খুঁজছে দুই দেশ
সৌদি আরব সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোদির বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। গত ৪০ বছরে এটিই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর।
তাঁর এই সফরে দিল্লি ও রিয়াদের মধ্যে কমপক্ষে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে। ভারত ও সৌদি আরব রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প অন্বেষণ করছে বলে জানিয়েছেন মোদি। সৌদি আরব সফরের প্রথম দিনে মঙ্গলবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মোদি বলেন, ভারত ও সৌদি আরবের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগসহ বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে এখন কাজ চলছে। সৌদি আরব ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। মোদির এ সফরকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক বছরে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা, বিনিয়োগ ও সংস্কৃতি খাতে সহযোগিতা বেড়েছে। খবর রয়টার্সের।