রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর চাচা রবিউল ইসলাম (৩০) পালিয়ে রয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রকি ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে রকিকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রামেক হাসপাতালে নেওয়ার পথে রকির মৃত্যু হয়। তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যায়।

ওসি আরো জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার পর চাচা রবিউল ইসলাম পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। 

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

মাদারীপুরে কুমির পিটিয়ে মারল গ্রামবাসী

এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

বাটলারের ব্যাটে উড়ে গেল কোহলির দল

রাজস্থান রয়্যালস এখন আক্ষেপে পুড়তেই পারে!

সাত বছর ধরে দলটিতে থাকা জস বাটলারকে এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল রাজস্থান। সেই বাটলার এখন গুজরাট টাইটানসের জার্সিতে একের পর এক প্রতিপক্ষকে পুড়িয়ে চলেছেন। যার সর্বশেষ ভুক্তভোগী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ আইপিএলে বেঙ্গালুরুকে তাদেরই মাটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট। যে জয়ে ৬ ছক্কায় ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত বাটলার।

বিস্তারিত আসছে ...।

সংক্ষিপ্ত স্কোর:বেঙ্গালুরু: ২০ ওভারে ১৬৯/৮ (লিভিংস্টোন ৫৪, জিতেশ ৩৩, ডেভিড ৩২; সিরাজ ৩/১৯, কিশোর ২/২২)। গুজরাট: ১৭.৫ ওভারে ১৭০/২ (বাটলার ৭৩*, সুদর্শন ৪৯, রাদারফোর্ড ৩০*; ভুবনেশ্বর ১/২৩)। ফল: গুজরাট টাইটানস ৮ উইকেটে জয়ী।

সম্পর্কিত নিবন্ধ