২ / ১০কানাডাপ্রবাসী সংগীতশিল্পী আশিকুজ্জামান টুলু তাঁর পরিবারের সবার সঙ্গে একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আপনি এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী ও নাদেলের বাসায় হামলা, ভাঙচুর
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর পাঠানটুলা ও হাউজিংস্টেট এলাকায় তাদের বাসায় হামলা করা হয়। একই সময়ে আরেক ছাত্রলীগ নেতার বাসায় হামলা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে নগরীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। মিছিলের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে করে লোকজন এসে তাঁর বাসায় হামলা ও ভাঙচুর করে। হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায় বলে আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তাঁর পরিবারের কেউ বাসায় ছিলেন না। দুজন তত্ত্বাবধায়ক বাসার দেখাশোনা করতেন। আনোয়ারুজ্জামান লন্ডনে রয়েছেন।
অন্যদিকে নগরীর হাউজিং স্টেটের শুভেচ্ছা আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে হামলা করা হয়েছে। ওই সময় ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। তিনি বর্তমানে ভারতে রয়েছেন।
এছাড়া একই সময়ে নগরীর মেজরটিলা এলাকায় ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায়ও হামলা হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, হামলার বিষয়টি পুলিশ জেনেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সকালে ছাত্রলীগের মিছিল বের করার ঘটনার পর চারজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।