ভোলায় ধর্ষণের অভিযোগে থানা হাজতে আটক ব্যক্তির ‘আত্মহত্যা’
Published: 1st, April 2025 GMT
ভোলা সদর মডেল থানার হাজতে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে থানা হাজতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, হাজতে থাকা জায়নামাজ দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।
ওই ব্যক্তির নাম মো. হাসান। তাঁর বাড়ি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি গ্রামে। প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গতকাল তাঁকে আটক করে থানা–পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারা যাওয়া হাসান গতকাল বেলা তিনটার দিকে এক প্রতিবেশীর বাড়িতে রেফ্রিজারেটরে মাংস রাখতে যান। এ সময় তাঁর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এরপর এলাকাবাসী হাসানকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর রাত আটটার দিকে তাঁকে থানা-হাজতে রাখা হয়। সেখানে রাত ১২টা ১৮ মিনিটে হাজতে থাকা জায়নামাজ দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাটলারের ব্যাটে উড়ে গেল কোহলির দল
রাজস্থান রয়্যালস এখন আক্ষেপে পুড়তেই পারে!
সাত বছর ধরে দলটিতে থাকা জস বাটলারকে এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল রাজস্থান। সেই বাটলার এখন গুজরাট টাইটানসের জার্সিতে একের পর এক প্রতিপক্ষকে পুড়িয়ে চলেছেন। যার সর্বশেষ ভুক্তভোগী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ আইপিএলে বেঙ্গালুরুকে তাদেরই মাটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট। যে জয়ে ৬ ছক্কায় ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত বাটলার।
বিস্তারিত আসছে ...।
সংক্ষিপ্ত স্কোর:বেঙ্গালুরু: ২০ ওভারে ১৬৯/৮ (লিভিংস্টোন ৫৪, জিতেশ ৩৩, ডেভিড ৩২; সিরাজ ৩/১৯, কিশোর ২/২২)। গুজরাট: ১৭.৫ ওভারে ১৭০/২ (বাটলার ৭৩*, সুদর্শন ৪৯, রাদারফোর্ড ৩০*; ভুবনেশ্বর ১/২৩)। ফল: গুজরাট টাইটানস ৮ উইকেটে জয়ী।