পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

সোমবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রবাসীরা কনসাল জেনারেলের সঙ্গে দুবাই আল-মামজারস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নৈশভোজে অংশ নেন। কনসাল জেনারেল ও তার স্ত্রী অতিথিদের স্বাগত জানান ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদসহ অন্য সাংবাদিকনেতারা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশিদের এক মিলনমেলায় হয়।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এবং বিদেশে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি আমিরাতের আইন-কানুন মেনে চলার পরামর্শ দেন।

কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে কনসাল জেনারেলের নিমন্ত্রণে আসতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কনস ল জ ন র ল প রব স

এছাড়াও পড়ুন:

বরবাদ ও জংলির টিকেট চাইলেন ইমরান, পেলেন না একটিরও

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো তুমুলভাবে দর্শক টানছে। ফলে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ইমরানও।

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

সম্পর্কিত নিবন্ধ