চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটির পরিবারের লোকজন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুলাল নামের একজনকে আটক করেছে।

শিশুটির দাদা প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত দুলাল পেশায় মিনি পিকআপের চালক। ঈদের দিন বিকেলে দুলালের বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আমার নাতনি। এ সময় দুলাল তাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে দুলাল বাড়ি ছেড়ে পালিয়ে যায়।'

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, 'একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুলালকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আমরা। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।'

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরবাদ ও জংলির টিকেট চাইলেন ইমরান, পেলেন না একটিরও

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো তুমুলভাবে দর্শক টানছে। ফলে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ইমরানও।

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

সম্পর্কিত নিবন্ধ