যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ প্রায় ৫০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ হওয়া ব্যক্তিরা অভয়নগর উপজেলার আশ-পাশ এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান, ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়া এলাকায় ঈদের দিন মেলা বসেছিল। সেই মেলায় ফুচকা খেয়ে তার পরিবারের তিন জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের আট জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের পাঁচ জন, যথাক্রমে আসাদুল, তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং (ডাইরিয়ায় আক্রান্ত) হয়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। তবে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। 

তিনি আরো জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেওয়া হচ্ছে।

ঢাকা/প্রিয়ব্রত/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ব র

এছাড়াও পড়ুন:

অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে ৫০ জন হাসপাতালে ভর্তি 

যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ প্রায় ৫০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ হওয়া ব্যক্তিরা অভয়নগর উপজেলার আশ-পাশ এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান, ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়া এলাকায় ঈদের দিন মেলা বসেছিল। সেই মেলায় ফুচকা খেয়ে তার পরিবারের তিন জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের আট জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের পাঁচ জন, যথাক্রমে আসাদুল, তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং (ডাইরিয়ায় আক্রান্ত) হয়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। তবে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। 

তিনি আরো জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেওয়া হচ্ছে।

ঢাকা/প্রিয়ব্রত/এস

সম্পর্কিত নিবন্ধ

  • যশোরে ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে
  • ফুচকা খেয়ে নারী-শিশুসহ হাসপাতালে ভর্তি প্রায় শতাধিক, বিক্রেতা পলাতক
  • যশোরে ফুচকা খেয়ে অসুস্থ অর্ধশতাধিক