প্রেক্ষাগৃহে মুক্তির পরেই পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। এ তথ্য জানার পরই রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি।

শাহরিন আক্তার সুমি বলেন, “বরবাদ’ মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছি। কিন্তু হল থেকে মুঠোফোন বা ক্যামেরা দিয়ে যারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। এটা যাতে কেউ না করেন, তা জানিয়ে একটি পোস্টও দিয়েছিলাম। তবে আজ সকালে দেখি, সিনেমার পুরো একটি কপি টেলিগ্রামে ঘুরছে, তারপর আমরা থানায় সাধারণ ডায়েরি করি। এখন একটি মামলার প্রস্তুতি নিচ্ছি।”

সিনেমাটি মুক্তির আগে থেকেই পাইরেসির সন্দেহ করছিলেন প্রযোজক ও সিনেমা সংশ্লিষ্টরা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সিনেমার ক্ষতি করতে চাইছেন। তবে তারা কারা সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি প্রযোজক।

আরো পড়ুন:

টিভি পর্দায় ‘তুফান’

ঈদে পাঁচ নায়কের লড়াই

শাহরিন আক্তার সুমি বলেন, “নির্ধারিত কারো নাম এখন বলতে পারব না। বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন নামে কাজটি করা হচ্ছে। সুতরাং এভাবে বলা যাবে না। এখন প্রতিটি লিঙ্ক ধরে ধরে তদন্ত কমিটি কাজ করবে। গ্রেপ্তার হলে বিস্তারিত জানতে পারবেন।”

ঈদুল ফিতরের দিন সারাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এরই মধ্যে পাইরেসির খবরটি শাকিব ভক্তদের জন্য হতাশার।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন বরব দ

এছাড়াও পড়ুন:

বরবাদ ও জংলির টিকেট চাইলেন ইমরান, পেলেন না একটিরও

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো তুমুলভাবে দর্শক টানছে। ফলে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ইমরানও।

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

সম্পর্কিত নিবন্ধ