ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নেমেছে। আজ মঙ্গলবার দুপুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানা অভিমুখে সড়কে ব্যাপক যানজট। দীর্ঘ সময় লোকজনকে যানজটে বসে থাকতে হচ্ছে। অনেকেই বাস থেকে নেমে হেঁটে চিড়িয়াখানায় যাচ্ছেন।

একদিকে চিড়িয়াখানার রাস্তায় যেমন ব্যাপক যানজট, অন্যদিকে এই সড়কের ফুটপাত প্রশস্ত হলেও অসংখ্য ভ্রাম্যমাণ দোকান বসায় দর্শনার্থীদের হাঁটতেও বেশ বেগ পেতে হচ্ছে। প্রচুর মানুষ ফুটপাতে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাও যাচ্ছে না।

ফুটপাত দিয়ে ভাগিনার হাত ধরে হেঁটে যাচ্ছিলেন মো.

আরিফ নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, প্রচণ্ড যানজট, গাড়ি এগোয় না। এদিকে তাঁর ভাগনে বাসের ভেতর গরমে অস্বস্তিবোধ করছিল। তাই হেঁটে রওনা হয়েছেন।

মিরপুর-১ নম্বর এলাকার সনি সিনেমা হল এলাকা থেকে চিড়িয়াখানা পর্যন্ত আসতে অধিকাংশেরই এক ঘণ্টার মতো সময় লাগছে।

রাজধানীর কামারপাড়া এলাকা থেকে মো. জুয়েল রানারা তিন ভাই তাঁদের পাঁচ সন্তান নিয়ে চিড়িয়াখানায় এসেছেন। তাঁরা সনি সিনেমা হল এলাকা থেকে বাসে ওঠেন। যানজটের কারণে একপর্যায়ে বাস থেকে নেমে যান। জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ‘বাস থেকে নেমে এক কিলোমিটারের মতো এলাকা হেঁটে এসেছি। বাচ্চাদের নিয়ে হাঁটা যায় না। এটুকু রাস্তা আসতে এক ঘণ্টার মতো সময় লেগেছে।’

জাতীয় চিড়িয়াখানা দেখতে দিনাজপুর থেকে ১১ জন এসেছেন। তাঁদের একজন আল আমিন প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে শিশুও আছে, নারীও আছেন। বাসে, হেঁটে এসেছেন। তাঁদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য নজট সময় ল

এছাড়াও পড়ুন:

বিরামপুরে শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন জামাতা

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ