যশোরে ঈদের দিন রাতে পটকা ফোটানো নিয়ে মারামারি, ছুরিকাঘাতে তরুণ নিহত
Published: 1st, April 2025 GMT
যশোর সদর উপজেলায় ঈদের রাতে পটকা (বাজি) ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার পাগলাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অলিদ হোসেন (২২)। তিনি সদর উপজেলার নওদাগ্রামের হৃদয় হোসেনের ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন নিহত অলিদের সহযোগী বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), প্রতিপক্ষ লুৎফর মোল্লার ছেলে রিপন হোসেন (৪০), রিপনের ছেলে আপন (১৭) ও সাঈদের ছেলে শামীম হোসেন (১৭)। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় তরুণ রাশেদুল, আপন ও শামীম সন্ধ্যার পর পাগলাদহ গ্রামে বাজি ফোটাচ্ছিলেন। বাজির বিকট শব্দে এলাকাবাসী অস্থির হয়ে ওঠেন। এ সময় অলিদ ও আরিফ তাঁদের বাজি ফোটাতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আপন ও শামীম মিলে অলিদ ও আরিফকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক অলিদকে মৃত ঘোষণা করেন। আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
এদিকে অলিদ ও আরিফের স্বজনেরা আপন, রিপন ও শামীমকে মারধর করেন। তাঁরা আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত হোসেন বলেন, পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সোনারগাঁও ফরেষ্ট স্টেশনে ২০০ ঘনফুট রদ্দা কাঠ জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অবৈধভাবে পাচারের সময় সোনারগাঁও ফরেস্ট চেক স্টেশনে ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (২৩ এপ্রিল) সকালে সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহেরের নেতৃত্বে চালানো বিশেষ অভিযানে এই কাঠ জব্দ হয়।
সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, “সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল দেওয়ার সময় একটি ট্রাককে সন্দেহ হয়। ত্রিপল দিয়ে পেছনের অংশ ঢেকে রাখা ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এই সময় ট্রাকটি থেকে ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ জব্দ করা হয়। এই কাঠের কোনো বৈধ কাগজপত্র ছিলো না।”
আরো পড়ুন:
সুনামগঞ্জে ভারতীয় কসমেটিক্স ও বিস্কুট জব্দ
পেটের ভেতর ৩৪ পোটলা ইয়াবা
তিনি আরো বলেন, “ট্রাকটি কাঠসহ আটক করে সোনারগাঁও ফরেস্ট স্টেশনে নেওয়া হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এই ঘটনায় বন মামলা দায়ের প্রক্রিয়াধীন। অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রেজাউল/মাসুদ