ঈদের আগে কয়েক দিন বেচাবিক্রির ব্যস্ততায় একদম ঘুমাতে পারেননি কসমেটিকস দোকানের বিক্রয়কর্মী আরাফাত হোসেন। ভোরে গাড়িতে উঠে মাকে ফোন দিয়ে বলেছিলেন, `মা, বিছানা রেড়ি করো। বাড়িতে এসে ঈদের নামাজ পড়ে ঘুমাব।’ কথামতো মা বিছানা তৈরি করে রেখেছিলেন। কিন্তু চির ঘুমে আচ্ছন্ন আরাফাতকে নিয়ে অ্যাম্বুলেন্স এল বাড়ির উঠানে। মায়ের যত্ন করে গুছিয়ে দেওয়া বিছানায় নয়, আরাফাতকে শোয়ানো হলো মাটির বিছানায়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে বান্দরবান জেলার সীমান্তে বিস্তীর্ণ সবুজ ফসলি মাঠ ও পাহাড়ি এলাকার মাঝখানে আধার মানিক গ্রামের অবস্থান। গ্রামের হাঙ্গর খালের কুল ঘেঁষে সেনের চর এলাকায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে আরাফাতের লাশবাহী অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়।

আরাফাতের বাবা ওই এলাকার কৃষক আব্দুল মোতালেব(৫০) ওরফে সোনা মিয়ার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স থামতেই কয়েক শ মানুষ ছুটে আসেন। তাদের কয়েকজন আরাফাতের লাশ কাঁধে তুলে নিয়ে সরু মেঠো পথ ধরে বাড়ির দিকে হেঁটে চললেন। ৩ মিনিট পর মাটির তৈরি আরাফাতদের বাড়ির উঠানে লাশ পৌঁছাতেই নারীদের কান্নায় আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে। ঘুমানোর কথা বলে এভাবেই চির দিনের জন্য আরাফাত ঘুমিয়ে পড়বে তা কে জানত?

গতকাল সকাল সোয়া ৭টার দিকে আরাফাত হোসেন (২১) ও রিফাত হোসেন (১৮) নামের লোহাগাড়ার আধার মানিক গ্রামের দুই তরুণসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ তরুণ নিহত হন। আহত হন আরও ৯ জন। নিহত তরুণদের মধ্যে আরাফাতসহ ৪ জন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং ১ জন পাশের সাতকানিয়া উপজেলার।

নিহত তরুণদের সবাই একে অপরের বন্ধু ও পরিচিতজন। তাঁরা কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় বিপণিবিতান ও কসমেটিকসের দোকানে চাকরি করতেন। গ্রামে অপেক্ষারত প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ফিরছিলেন তাঁরা।

পুলিশ জানায়, কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে চট্টগ্রামগামী একটি মিনিবাসের সঙ্গে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

আরাফাত ও রিফাত ছাড়া নিহত বাকি তিনজন হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া সগিরা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৮), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি খলিফার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (১৯) এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে সিদ্দিক আহমদ (১৮)।

গ্রামের দুই তরুণের মৃত্যুর ঘটনায় আধার মানিক গ্রামে শোকের ছায়া নেমে আসে। ছিল না ঈদের আনন্দ। গতকাল সকাল ৮টার দিকে ঈদুল ফিতরের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। ৯টায় ওই গ্রামের প্রধান মসজিদে ঈদের নামাজ হওয়ার কথা ছিল। পুরুষরা ততক্ষণে সব প্রস্তুতি সেরে মসজিদে জড়ো হয়েছেন। নারীরাও রান্নার কাজ সেরে প্রস্তুতি নিচ্ছিলেন অতিথি অ্যাপায়নের।

কিন্তু সকাল ৮টায় মুঠোফোনে আসা এক দুর্ঘটনার সংবাদে স্তব্ধ হয়ে যায় আধার মানিক গ্রাম। মুহূর্তেই গ্রামের মানুষের ঈদ আনন্দ পরিণত হয় বিষাদে। থেমে যায় পুরো গ্রামের ঈদ উৎসব।

গতকাল বেলা ১১টার দিকে গ্রামের হাঙ্গর খালের কুল ঘেঁষে সেনের চর এলাকায় গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য।

আরাফাতের নিথর দেহ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনা হয় বাড়ির উঠানে। ছেলের লাশ দেখেই আরাফাতের পক্ষাঘাতগ্রস্ত মা খুরশিদা বেগম অজ্ঞান হয়ে যান। উঠানের এককোণে বসে বিলাপ করছিলেন আরাফাতের বাবা আবদুল মোতালেব।

প্রথম আলোকে তিনি বলেন, ‘২ ভাই ও ২ বোনের মধ্যে আরাফাত সবার ছোট। উখিয়ার কোর্ট বাজারে ৭ হাজার টাকা বেতনে একটি কসমেটিকসের দোকানে চাকরি করত সে। এ বছর আমি তরমুজ চাষ করেছিলাম। আরাফাত তরমুজ খেতে ভালোবাসত। সব তরমুজ বিক্রির পর একটি বড় তরমুজ রেখে দিয়েছিলাম তার জন্য।’

আবদুল মোতালেব আরও বলেন,‘ ঈদের আগে কয়েক দিন বেচাবিক্রির ব্যস্ততায় একদম ঘুমাতে পারেনি আরাফাত। ভোরে বাসে উঠে মাকে ফোন দিয়ে বলেছিল, ``মা, বিছানা রেডি করো। বাড়িতে এসে ঈদের নামাজ পড়ে ঘুমাব।" মায়ের পাতানো বিছানায় ঘুমাতে না পারলেও এখন চির ঘুমে আরাফাত।’

আরাফাতের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নূর জাহান বিবির পাড়া এলাকায় নিহত আরেক তরুণ রিফাত হোসেনের (১৮) বাড়ি। রিফাতের বাবা বদিউল আলম গরুর ব্যবসা করেন। পরিবার আর্থিকভাবে অসচ্ছল। ৪ ভাইবোনের মধ্যে সবার ছোট রিফাত স্থানীয় আধার মানিক পিডিসি উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বেলা সাড়ে ১১টার দিকে মাটি ও টিনের তৈরি রিফাতদের ছোট ঘরে গিয়ে দেখা যায়, বাড়ির বারান্দায় রাখা হয়েছে রিফাতের লাশ। পাশে বসে ডুকরে ডুকরে কাঁদছেন মা নুরুন্নাহার বেগম। প্রতিবেশী স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন।

কথা হয় রিফাতের বড় বোন জোবাইদা আক্তারের সঙ্গে। প্রথম আলোকে তিনি কাঁদতে কাঁদতে বলেন, রমজানে স্কুল ছুটি থাকায় এক মাসের জন্য চাচাতো ভাইয়ের কাপড়ের দোকানে কাজ করতে গিয়েছিল রিফাত। পরিবারের সব সদস্যের জন্য কাপড় কিনে বাড়ি ফিরছিল সে। দুর্ঘটনার ১৫ মিনিট আগেও বোনের সঙ্গে মুঠোফোনে কথা হয়। বলেছিল, ``আপু আর বেশি দূরে নয়, একটু পরই দেখা হবে।'''

শোকের মাতম চলছে নিহত অন্য তিন তরুণের এলাকায়ও। তাঁরা সবাই দোকানের কর্মচারী এবং আর্থিকভাবে অসচ্ছল।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, ঈদের দিন ফাঁকা মহাসড়কে বাস দুটির বেপরোয়া গতি ছিল। তা ছাড়া বিপজ্জনক বাঁকের কারণেও দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর ফ ত র ন আর ফ ত র এল ক য় উপজ ল র দ র ঘটন র জন য এল ক র তরম জ গতক ল ঘটন য়

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার বিরুদ্ধে ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ তাঁর (শেখ হাসিনার) বিরুদ্ধে পাওয়া গেছে। এটা আদালতে আমরা প্রমাণ করব ইনশা আল্লাহ। সেটার ওপর বাকি তৎপরতা অব্যাহত আছে। আমরা অকাট্যভাবে প্রমাণ করব তাঁর অপরাধ।’

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন তৈরি করতে ব্যাপক কাজ করেছে বলেও জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ‘চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনো হাতে আসে নাই। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে।’

ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, কোনো মামলায় তদন্ত শেষে প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপর পর্যালোচনা ও যাচাই শেষে সেই প্রতিবেদন চূড়ান্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। প্রতিবেদন চূড়ান্ত করার পর তা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর বা তাঁর কার্যালয়।

কবে নাগাদ শেখ হাসিনার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, তা জানতে চাইলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের প্রক্রিয়া চলছে এখন। …যেকোনো সময় দাখিল হয়ে যাবে।’

গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলা (বিবিধ মামলা বা মিস কেস) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

এ মামলায় আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় নির্ধারণ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ আনা হয়েছে, অন্যটিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ