‘নাম রোহিত শর্মা না হলে সে দলে জায়গা হারাত’
Published: 1st, April 2025 GMT
৪ বলে ০, ৪ বলে ৮ এবং ১২ বলে ১৩।
আইপিএলের চলতি মৌসুমে এই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে রোহিত শর্মার পারফরম্যান্স। যেকোনো ব্যাটসম্যানের ব্যাটে এ রকম রানখরা চলতে থাকলে তিনি সমালোচনার মুখে পড়বেন, এটাই স্বাভাবিক। তবে নামটা যেহেতু রোহিত শর্মা, সেই সমালোচনা একটু রয়েসয়ে করতে হয়। মাইকেল ভন অবশ্য এত কিছুর ধার ধারছেন না। সোজা বলে দিয়েছেন, নামটা রোহিত বলেই এখনো মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন ভারত অধিনায়ক। অন্য কেউ হলে এত দিনে একাদশে জায়গা হারাতেন।
ভারতের হয়েও রোহিত এমন সমালোচনার মুখে পড়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফির আগে। সেটা যে ব্যাট হাতে খুব উড়িয়ে দিতে পেরেছেন, তা-ও নয়। ওই টুর্নামেন্টে ৫ ইনিংসে তিনি ৩৬ গড়ে রান করেছিলেন ১৮০, সর্বোচ্চ ৭৬। তবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তাঁরই ছিল-১০০। সেই সঙ্গে ভারত টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ায় রোহিতকে নিয়ে সমালোচনা শেষ পর্যন্ত চাপা পড়ে গেছে।
গুজরাট টাইটান্সের বিপক্ষে আউটের পর রোহিত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা
দেশের স্বর্ণবাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মাত্র দুদিনের ব্যবধানে ভরি প্রতি স্বর্ণের দাম প্রায় ১০ হাজার টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পরপর দুদিন দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা- যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই দাম কার্যকর হবে বুধবার থেকে।
এর আগে সোমবার স্বর্ণের দাম বাড়ানোর প্রথম ঘোষণা দেয় বাজুস। ওইদিন ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। ফলে দুদিনে মোট মূল্যবৃদ্ধি দাঁড়াল ১০ হাজার ৫৫ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। পাশাপাশি ডলার বিনিময় হার ও আমদানি ব্যয় বাড়ার কারণেও এ দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।
রুপার বাজারে কোনও পরিবর্তন নেই। বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরি প্রতি ২ হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা। ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা। সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকা ভরি।