‘বিশেষ’ জ্ঞানসম্পন্ন নারী মুন্নী বেগম প্রচার করেছেন যে তিনি সূর্যশক্তিকে কাজে লাগিয়ে মানুষকে বশে আনতে পারে। শহরের অসংখ্য নারী তাঁর দরবারে ভিড় করতে থাকেন তাঁদের নিজ নিজ স্বামীকে বশে রাখার তদবির করতে। মুন্নী বেগমও এই সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিতে থাকেন প্রচুর টাকা। দেখা যায়, কোনো কোনো নারী মুন্নী বেগমের দরবারে আসার সময় তাঁদের স্বামীকেও সঙ্গে নিয়ে আসেন বশে আনার জন্য। এরপর কী ঘটে? ঘটতে থাকে নানান ঘটনা।
এমন গল্পে তৈরি হয়েছে সিচুয়েশনাল কমেডি নাটক ‘স্বামী বশ’। সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় শহরের পটভূমিতে নির্মাণ করা হয়েছে বিশেষ ধারাবাহিকটি। মানুষের অন্ধবিশ্বাসকে নিয়ে নির্মিত ধারাবাহিকটি গাজী টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হচ্ছে।
নির্মাতা সাইফ আহম্মেদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
থানায় হাজতিদের জন্য বই কর্নার
নান্দাইল থানায় হাজতিদের বই পড়ে জীবন আলোকিত করার উদ্দেশ্যে ‘বই কর্নার’ চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিজ প্রচেষ্টায় কর্নারটি চালু করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
ইউএনও সারমিনা সাত্তার জানান, হাজতিরা স্বল্প সময় থানা হাজতে অবস্থান করেন। সেসময় তারা নানা ধরনের দুশ্চিন্তায় ভোগেন। এ সময়টুকুতে বই পড়ে যাতে তারা সুচিন্তা করতে পারেন মূলত সে উদ্দেশ্য নিয়েই বই কর্নারটি চালুর উদ্যোগ নেন তিনি। একমাত্র বই-ই পারে মানুষের জীবনকে আলোকিত করতে। অনেক সময় বইয়ের একটি ভালো বাক্যই কারোর জীবন বদলে দিতে পারে। কর্নারে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন ধরনের শিক্ষণীয় বইও রাখা হয়েছে। তখন নান্দাইলের বই পড়া আন্দোলন নামে একটি সংগঠন কর্নারে পাঁচ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই দেওয়ার অঙ্গীকার করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ। ওসি আনোয়ার হোসেন বলেন, জীবনমান উন্নয়নে বই পড়ার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে।