মদিনায় হিজরতের পূর্বে মহানবী মুহাম্মদ (সা.) হজের সময় বিভিন্ন গোত্রের সঙ্গে যোগাযোগ করে ইসলাম প্রচার করছিলেন। তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, তাদের বলেছিলেন, ‘আমাকে বিশ্বাস করো, আমাকে আশ্রয় দাও এবং আমাকে এবং আমার বার্তা সমর্থন করো।’
মহানবী (সা.) একে একে গোত্র গুলির নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ইসলামের বার্তা দেন। একবার বনি শায়বান গোত্রের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে তিনি ছয়জন লোকের সাক্ষাৎ পান। তারা ছিল মদিনার খাযরাজ গোত্রের, যা মক্কা থেকে উত্তরে, তখনকার ইয়াসরিব শহরের বাসিন্দা ছিল।
ইসলামের গ্রহণ ও দায়িত্ব
মহানবী (সা.
ইয়াসরিব এক নতুন সুযোগ
মহানবী (সা.) তখন ইসলামের বাণী মদিনায় ছড়িয়ে দেওয়ার জন্য একজনকে দূত করে পাঠানোর সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল দাওয়াতের সফলতার জন্য একটি মূল মুহূর্ত। মহানবী (সা.) প্রিয় সাহাবি মুসআব ইবনে উমাইর (রা.)-কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য নির্বাচন করেন। মুসআবকে কেন তিনি নির্বাচন করেন, তার কয়েকটি কারণ আছে:
১. মুসআব (রা.) এতটা বয়স্ক ছিলেন না যে, মদিনার বিশাল দায়িত্ব নিতে তাঁর জন্য কঠিন হয়ে পড়বে। আবার এতটা যুবকও ছিলেন না যে অতি তাড়াহুড়া বা অযৌক্তিক সিদ্ধান্ত নেবেন। তার বয়স ত্রিশের মাঝামাঝি ছিলেন।
২. তিনি পূর্বে আবিসিনিয়ায় দুইটি হিজরতের অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সুতরাং তিনি মক্কা ছেড়ে অনেক সময় দূরে থাকতে অভ্যস্ত।
৩. মুসআব (রা.) আলাদা সংস্কৃতি ও ভাষার মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া করার অভিজ্ঞতাও অর্জন করেছিলেন।
৪. তিনি এক অত্যন্ত সম্মানিত পরিবার, বানী আবদ আদ-দার পরিবারের সদস্য ছিলেন, যারা কাবার চাবির রক্ষক হিসেবে পরিচিত। মদিনার মানুষ তার সঙ্গে সহজে কথা বলবে এবং তাকে শ্রদ্ধা করবে।
৫. তিনি ছিলেন প্রথম দিকের মুসলিম, মহানবীর (সা.) সঙ্গী এবং ইসলাম ও কোরআন তাঁর কাছ থেকে শিখেছিলেন।
আরও পড়ুনতওবা যেভাবে করা যায়১৯ ফেব্রুয়ারি ২০২৫৬. তিনি ছিলেন দয়ালু, প্রজ্ঞাবান, মিষ্টভাষী ও রসবোধ সম্পন্ন, যা ইসলাম প্রচারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুণ। এসব গুণ ব্যবহার করে তাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন।
৭. তিনি ছিলেন এমন বিশ্বাসী, যিনি তার বার্তা ত্যাগ করবেন না এবং মদিনায় যে পার্থিব প্রলোভন আসবে, তাতে ভেঙে পড়বেন না। তিনি এই পরীক্ষা ইতিমধ্যে পেরিয়েছেন। কেননা, তার মা তাকে ইসলাম থেকে ফেরাতে কঠিন শর্তের মুখে ফেলেছিলেন তাকে, তবু তিনি টলেন নি।
মদিনায় ইসলাম
মুসআব (রা.) প্রচেষ্টার কারণে ইসলাম মদিনার প্রতিটি ঘরে প্রবেশ করেছিল। মানুষ একে একে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। তিনি মদিনাকে মহানবীর (সা.) আগমন এবং সমগ্র মানবতার জন্য দিশারি হওয়ার কেন্দ্রবিন্দু হিসেবে প্রস্তুত করেছিলেন। ফলশ্রুতিতে এক বছরের মধ্যে ৭৫ জন মদিনাবাসী মক্কায় ফিরে গিয়ে নবী মুহাম্মদ (সা.)-কে মদিনায় আসার জন্য আহ্বান জানিয়ে আসেন।
সূত্র: অ্যাবাউট ইসলাম ডট কম
আরও পড়ুননামাজের ভেতরে দরুদ পড়ার নিয়ম০৭ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম র র জন য কর ছ ল মদ ন র মদ ন য় গ রহণ
এছাড়াও পড়ুন:
সামান্য বৃষ্টিতে নোয়াখালী কলেজে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে
সামান্য বৃষ্টিতেই নোয়াখালী সরকারি কলেজ চত্বরে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। এতে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি হওয়া বৃষ্টিতে কলেজের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবনের সামনের পথগুলো হাঁটু সমান পানিতে ডুবে আছে।
বিশেষ করে সকালে ক্লাসে প্রবেশ ও বিকেলে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
কলেজের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রতিবার বৃষ্টি হলেই একই অবস্থা হয়। অনেক সময় ক্লাসে উপস্থিত হতে দেরি হয়। এমনকি কেউ কেউ বিড়ম্বনা এড়াতে বাড়িতেই থেকে যান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আক্তার বলেন, “বৃষ্টি হলেই কলেজের সামনে এবং কলেজের ভিতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অতিবৃষ্টির প্রয়োজন হয় না।”
তিনি আরো বলেন, “একটা কলেজ প্রতিবার বৃষ্টির সময়ে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। অথচ প্রশাসন এ বিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না। নোয়াখালীর সুনামধন্য কলেজের এমন বেহাল দশা মেনে নেওয়া কষ্টের। আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করছি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই সমস্যা প্রকট হয়ে উঠেছে। কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই প্রতি বছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা যায়।
এ বিষয়ে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা খুব শীঘ্রই কার্যকরী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ।”
তিনি বলেন, “কলেজ প্রশাসন এ সমস্যা সমাধানে আন্তরিক। ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব দ্রুতই এ কার্যক্রমের বাস্তবায়ন শুরু হবে।”
ঢাকা/সুমাইয়া/মেহেদী