আমিরাতে টেকনাফ সমিতি ইউএই`র ঈদ পুনর্মিলনী
Published: 1st, April 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত সীমান্ত উপজেলা টেকনাফের প্রবাসীদের সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান 'টেকনাফ সমিতি ইউএই'র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মাওলানা আব্দুস সালাম আজহারি। সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনীতে বক্তব্য রাখেন দুবাই মিউনিসিপালিটির প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পী।
বক্তারা বলেন, প্রবাসীরা এবারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির অনন্য ভূমিকা পালন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে প্রবাসীদের ভোটাধিকারসহ প্রবাসী সংখ্যানুপাতের ভিত্তিতে একজন করে এমপি মনোনয়ন দেওয়ার জন্য বিপ্লবোত্তর সরকারের কাছে দাবি জানায়।
তারা আরো বলেন, যে সমস্ত দেশে তিন লক্ষাধিক প্রবাসী থাকবে সেখানে এমপি মানের একজন প্রবাসীকে সংসদের প্রতিনিধি নিয়োগের বিধান রেখে বৈষম্যহীন সংবিধান প্রণয়ন করা হউক।
এ সময় আরো বক্তব্য দেন, সমিতির সহসভাপতি রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ, নির্বাহী সদস্য হোছাইন বাদশা, মুহাম্মদ খোরশিদুল ইসলাম, তাহের কবির, হোছাইন আহমদ ও নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে শিশু কিশোরদের নিয়ে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সমিতির প্রস্তাবিত বিল্ডিংয়ের প্লানিং মোড়ক উন্মোচন করা হয়।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রব স অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই তরুণ।
নিহত দুজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দুজন হলেন ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজ বেলা ১১টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ান এবং ভিডিও বানাতে শুরু করেন। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলেন। এ সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া তারে জড়িয়ে তাঁরা ট্রেনের ছাদ থেকে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই কাইয়ুম মিয়া নামের একজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করেন। দুজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তারেক মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে আনা হয়েছিল। দুজনই অজ্ঞান ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজন মারা গেছেন বলে শুনেছেন। তবে তাঁর মরদেহ হাসপাতালে আনা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোপা পাল ও সানজিদা হক বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। একজনের মাথার খুলিতে ও আরেকজন গলায় ডিশ লাইনের তারের জখম আছে। দুজনের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, চার তরুণ ট্রেনের ছাদে দাঁড়িয়ে ‘টিকটক ভিডিও’ তৈরি করছিলেন। ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।