মেট্রোরেল-আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
Published: 1st, April 2025 GMT
ঈদের দিন বন্ধ ছিলো মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলো। একদিন ছুটি শেষে মঙ্গলবার (১ এপ্রিল) থেকে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে এরইমধ্যে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যেও ছেড়ে গেছে।
ঢাকা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।
ঈদের আগে এক বিশেষ ঘোষণায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। ঈদের দিন রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ১ এপ্রিল যথারীতি মেট্রোরেল যাত্রীসেবা দেবে।
অন্যদিকে ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.
ঢাকা/মামুন/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ র দ ন র লওয়
এছাড়াও পড়ুন:
করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন বলে বুধবার তার চিকিৎসক জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ৬৯ বছর বয়সী আসিফ আলী জারদারিকে মঙ্গলবার নওয়াবশাহ থেকে করাচিতে বিমানে করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ও জ্বরের কারণে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রেসিডেন্টের চিকিৎসক ডা. আসিম হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসিফ আলি জারদারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেছেন, “বেশ কয়েকটি পরীক্ষার পর এটি নিশ্চিত হয়েছে এবং তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে, তার স্বাস্থ্যের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।”
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসিফ আলি জারদারি সোমবার ঈদের নামাজ পড়তে নওয়াবশাহে গিয়েছিলেন এবং তার আগে রবিবার তার দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন।
আসিফ আলি জারদারি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২২ সালের জুলাই মাসে তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছিল, যদিও সেই সময় তার ‘হালকা লক্ষণ’ ছিল। ২০২৪ সালের অক্টোবরে, বিমান থেকে নামার সময় তার পায়ের হাড় ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা/শাহেদ