বিটিভিতে ‘ইত্যাদি’, চ্যানেল আইয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’
Published: 1st, April 2025 GMT
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দ্বিতীয় দিন বিটিভি, এটিএন বাংলা এবং চ্যানেল আইয়ে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ৭টা ৩০ মিনিটে ‘নতুন ভোর’। সকাল ১০টা ১০ মিনিটে ‘পাপেট শো’ (পর্ব-১)। সকাল ১০টা ৩৫ মিনিটে ‘ছায়াছন্দ’। দুপুর ১২টায় ‘তারুণ্যের জাদু’। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘শহীদের রক্ত স্বাক্ষর’ (পর্ব-২)। বেলা ১টা ১০ মিনিটে লোকসংগীতের অনুষ্ঠান। বিকেল ৪টা ৪৫ মিনিটে ‘গীতি আলাপন’।
বিকেল ৫টা ৩৫ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘স্ট্যান্ডআপ কমেডি শো’। সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’, ব্যান্ড: মাইলস। রাত ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। রাত ১০টায় বিশেষ নাটক। রাত ১১টা ৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান। শিল্পী: ফেরদৌস আরা। রাত ১১টা ৪০ মিনিটে একক সংগীতানুষ্ঠান। শিল্পী: হৃদয় খান।
এটিএন বাংলা
সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের অনুষ্ঠান ‘আমরা করব জয়’। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ‘ঘরে সংসার বাহিরে প্রেম’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রিয় প্রিয়সিনী’। অভিনয়ে জোভান, তটিনী। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক মন দিতে চাই। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ১০টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘আ ডে উইথ ইমরান’। রাত ১১টায় সিনে ড্রামা পায়েল। অভিনয়ে খায়রুল বাসার, স্পর্শিয়া, সালাহউদ্দিন লাভলু।
চ্যানেল আই
বিকেল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। উপস্থাপনায় শাইখ সিরাজ। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম বেস্ট ফ্রেন্ড ২.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র অন ষ ঠ ন ১০ ম ন ট ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
আলোচিত মহেশ বাবু কত কোটি টাকার মালিক?
‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। ১৯৭৯ সালে ‘নিডা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৯ সালে ‘রাজাকুমাড়ু’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি অঢেল অর্থেরও মালিক হয়েছেন।
হঠাৎ অর্থ জালিয়াতি মামলায় মহেশ বাবুর নাম জড়িয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮ এপ্রিল ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মূলত, রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণে মহেশের নাম এই মামলায় জড়িয়েছে। ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তারকা অভিনেতা। চলুন জেনে নিই, মহেশ ঠিক কত টাকার মালিক-
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, তেলেগু সিনেমার সবচেয়ে ধনী তারকাদের একজন মহেশ বাবু। চলতি বছরের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৩০০-৩৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২৭-৪৯৯ কোটি ২৪ লাখ টাকা)। এর মধ্যে উত্তরাধিকার সূত্রে ৪৮ কোটি রুপির মালিক হয়েছেন তিনি।
২০০৫ সালে ‘আথাড়ু’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন মহেশ বাবু। তারপর কেটে গেছে দুই দশক। বর্তমানে প্রতি সিনেমার জন্য ৬০-৮০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তার পরবর্তী সিনেমা ‘এসএসএমবি২৯’। এটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি।
জানা যায়, রাজামৌলির এ সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেবেন না মহেশ বাবু। তবে রাজামৌলি ও মহেশ বাবু সিনেমাটির লভ্যাংশ নেবেন। এতে করে ১০০-১৫০ কোটি রুপি আয় করতে পারবেন মহেশ বাবু।
আইএমডিবি’র তথ্য অনুসারে, মহেশ বাবু তার প্রথম সিনেমার জন্য ৭৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। গত বছরের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ছিল ৩০০ কোটি রুপি (৪২৭ কোটি ৯২ লাখ টাকার বেশি)।
মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এটি পরিচালনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গত বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তাছাড়াও অভিনয় করেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ।
ঢাকা/শান্ত