বিটিভিতে ‘ইত্যাদি’, চ্যানেল আইয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’
Published: 1st, April 2025 GMT
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দ্বিতীয় দিন বিটিভি, এটিএন বাংলা এবং চ্যানেল আইয়ে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ৭টা ৩০ মিনিটে ‘নতুন ভোর’। সকাল ১০টা ১০ মিনিটে ‘পাপেট শো’ (পর্ব-১)। সকাল ১০টা ৩৫ মিনিটে ‘ছায়াছন্দ’। দুপুর ১২টায় ‘তারুণ্যের জাদু’। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘শহীদের রক্ত স্বাক্ষর’ (পর্ব-২)। বেলা ১টা ১০ মিনিটে লোকসংগীতের অনুষ্ঠান। বিকেল ৪টা ৪৫ মিনিটে ‘গীতি আলাপন’।
বিকেল ৫টা ৩৫ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘স্ট্যান্ডআপ কমেডি শো’। সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’, ব্যান্ড: মাইলস। রাত ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। রাত ১০টায় বিশেষ নাটক। রাত ১১টা ৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান। শিল্পী: ফেরদৌস আরা। রাত ১১টা ৪০ মিনিটে একক সংগীতানুষ্ঠান। শিল্পী: হৃদয় খান।
এটিএন বাংলা
সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের অনুষ্ঠান ‘আমরা করব জয়’। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ‘ঘরে সংসার বাহিরে প্রেম’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রিয় প্রিয়সিনী’। অভিনয়ে জোভান, তটিনী। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক মন দিতে চাই। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ১০টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘আ ডে উইথ ইমরান’। রাত ১১টায় সিনে ড্রামা পায়েল। অভিনয়ে খায়রুল বাসার, স্পর্শিয়া, সালাহউদ্দিন লাভলু।
চ্যানেল আই
বিকেল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। উপস্থাপনায় শাইখ সিরাজ। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম বেস্ট ফ্রেন্ড ২.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র অন ষ ঠ ন ১০ ম ন ট ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন বলে বুধবার তার চিকিৎসক জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ৬৯ বছর বয়সী আসিফ আলী জারদারিকে মঙ্গলবার নওয়াবশাহ থেকে করাচিতে বিমানে করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ও জ্বরের কারণে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রেসিডেন্টের চিকিৎসক ডা. আসিম হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসিফ আলি জারদারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেছেন, “বেশ কয়েকটি পরীক্ষার পর এটি নিশ্চিত হয়েছে এবং তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে, তার স্বাস্থ্যের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।”
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসিফ আলি জারদারি সোমবার ঈদের নামাজ পড়তে নওয়াবশাহে গিয়েছিলেন এবং তার আগে রবিবার তার দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন।
আসিফ আলি জারদারি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২২ সালের জুলাই মাসে তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছিল, যদিও সেই সময় তার ‘হালকা লক্ষণ’ ছিল। ২০২৪ সালের অক্টোবরে, বিমান থেকে নামার সময় তার পায়ের হাড় ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা/শাহেদ