নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে মো. পায়েল নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত পায়েল (৩৭) কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, নিহত পায়েল মাদক ব্যবসা করত। অন্য কোনো কাজ করত না। মাদক ব্যবসার বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড বলে এলাকাবাসী জানিয়েছে।

নিহত পায়েলের বড় ভাই মাসুম জানান, রোববার রাতে পায়েল ও পাশের বাড়ির রায়হান বাবু ওরফে ‘কবুতর বাবুর’ মধ্যে কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ঈদের দিন সকালে ‘কবুতর বাবু’ পিস্তল দিয়ে পায়েলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পায়েলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো.

মাসুদ জানান, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। সোমবার বিকেল ৩টায় তার মৃত্যু হয়। বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়েছে।

ফতুল্লা থানার ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হবে এবং আমরা তদন্তসহ অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছি। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঈদের দিনে নারায়ণগঞ্জে শহীদ সুমাইয়ার বাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে শহীদ সুমাইয়া আক্তারের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার ঈদের দিন সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকার বাড়িতে গিয়ে সুমাইয়ার মা আসমা বেগমের সঙ্গে কুশল বিনিময় করেন উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা সুমাইয়ার ১০ মাস বয়সী শিশুকন্যা সুয়াইবাসহ পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, তামিম আহমেদ, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।

আরও পড়ুনসুমাইয়াকে ছাড়া সোয়াইবার ঈদ৩০ মার্চ ২০২৫নানি আসমা বেগমের কোলে শিশু সোয়াইবা। গত শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : ডিসি জাহিদুল
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
  • ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি
  • নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
  • ঈদের দিনে নারায়ণগঞ্জে শহীদ সুমাইয়ার বাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
  • নারায়ণগঞ্জ টাইমস এর পাঠক, শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা
  • তারেক রহমানের ঈদ উপহার পেলেন জুলাই গণ অভ্যুত্থান নিহত শহীদ জয়ের পরিবার