যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।

পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেন

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।

তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র ওপর

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৪ দোকান ভস্মিভূত

সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে গেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে মক্কীনগর মাদরাসা পিছনে কাঠের ফার্নিচার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান।  পরে কাঁচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয়। তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। 

কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।   আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে। 
 
 

সম্পর্কিত নিবন্ধ