বংশালে গ্যাস লিকেজ থেকে আগুন, ছয়জন দগ্ধ
Published: 31st, March 2025 GMT
রাজধানীর পুরান ঢাকার পাকিস্তান মাঠ সংলগ্ন ফুটপাতের একটি দোকানে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে তাঁদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিনতে রহমান প্রথম আলোকে বলেন, বার্ন ইনস্টিটিউটে পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁরা হলেন রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)। সাগর (২৫) নামের আরেকজনের শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক প্রথম আলোকে বলেন, পাকিস্তান মাঠ সংলগ্ন এলাকার একটি ফুটপাতের দোকানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ছয়জন আহত হয়েছেন বলে জানতে পেরেছেন তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হারল্যানের প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্য কিনে স্কুটি পেলেন ছয়জন
এবারের ঈদে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ শীর্ষক ক্যাম্পেইন বা বিক্রয় কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে এ ক্যাম্পেইন চলে। এর আওতায় হারল্যান স্টোর থেকে কসমেটিকস, তথা প্রসাধনী ও স্কিন কেয়ার বা ত্বক পরিচর্যার পণ্য কিনে এখন পর্যন্ত ছয়জন স্কুটি জিতেছেন। এ ছাড়া লাখ টাকার ক্যাশ ভাউচার জিতেছেন ক্রেতারা।
হারল্যান ব্র্যান্ডশপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘বাজারে প্রচুর মানহীন ও ভেজাল পণ্য রয়েছে। এ রকম পরিস্থিতিতে আমরা মানুষের দৈনন্দিন চাহিদা বিবেচনায় স্টোরগুলোতে নামীদামি ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্যের সরবরাহ নিশ্চিত করেছি। ফলে আমাদের শপগুলোতে প্রতিনিয়ত উপচে পড়া ভিড় হয়েছে। সব মিলিয়ে দেশব্যাপী হারল্যানের রিটেইল আউটলেটগুলোয় গত ঈদের তুলনায় এবার বিক্রি প্রায় ৫০০ শতাংশ বেশি হয়েছে। হারল্যান স্টোরে এখন দেশি-বিদেশি ১৬টির বেশি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।’
হারল্যান জানায়, রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরার জসীমউদ্দীন, বেইলি রোডের আউটলেটগুলোয় ব্যাপক ভিড় হয়েছে। বিশেষ করে ঈদের আগে ক্রেতারা বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহার করে পণ্য বাছাই করেছেন। স্টোরগুলোয় ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিল লিপস্টিক, আইলাইনার, পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস, আইশেড কালার কসমেটিকস ইত্যাদি। এ ছাড়া ফেস ও হেয়ার সিরাম এবং ফেসওয়াশ প্রভৃতি ভালো বিক্রি হয়েছে।