ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাব, বৈশ্বিক শেয়ারবাজারে আতঙ্ক
Published: 31st, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক করে সব দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। এর পাল্টা হিসেবে কোনো কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানেরা মার্কিন পণ্যে একই ধরনের ব্যবস্থা নিয়েছেন। বাগ্যুদ্ধও চলছে। তবে এরই মধ্যে বৈশ্বিক শেয়ারবাজারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শুল্ক বৃদ্ধির প্রভাবে বিশেষ করে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর বিক্রি ও মুনাফায় সরাসরি প্রভাব পড়বে এমন আশঙ্কায় তাদের শেয়ারের দর পড়ে যাচ্ছে। অন্যদিকে বিনিয়োগকারীরা ভয়-আতঙ্কে এসব শেয়ার ছেড়ে দিয়ে সেফ হ্যাভেন বা বিনিয়োগের জন্য ‘নিরাপদ স্বর্গ’ খ্যাত সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা বিশ্বে আবার মন্দার আশঙ্কা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবারকে ‘মুক্তি দিবস’ ঘোষণা করেছেন। এদিন তিনি নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেবেন। এর আগে ঘোষিত কিছু বর্ধিত শুল্ক বাস্তবায়ন শুরু হবে এদিন থেকে। এতে বৈশ্বিক শেয়ারবাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ এবং এমনকি ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র নির্বিশেষে সর্বত্রই শেয়ারবাজারের সূচক পড়ে পড়ছে। আজ সোমবার সোমবার বিশ্বব্যাপী বৃহৎ শেয়ারবাজারগুলোয় দরপতন ঘটেছে। বিশেষ করে জাপানের প্রধান শেয়ারবাজার টোকিও স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৪ শতাংশের বেশি পড়ে গেছে। এর প্রভাবে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারগুলোতেও পতন ঘটে।
ডোনাল্ড ট্রাম্পের গত রোববারের একটি ঘোষণা বৈশ্বিক শেয়ারবাজারে কাঁপন ধরিয়ে দিয়েছে। সেদিন তিনি বলেছেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে, শুধু সেগুলোতেই নয়, ঢালাওভাবে সব দেশই বর্ধিত শুল্কের আওতায় অন্তর্ভুক্ত থাকবে। এ নিয়ে এজে বেল নামক সংস্থার বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, ট্রাম্পই বাজারে খারাপ দিন আসার মূল কারণ। তিনি এখন যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিকারী সব দেশকে শুল্কের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। যার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক সম্ভাবনা আরও অন্ধকার হয়েছে।
এদিকে ট্রাম্পের ঘোষণায় বহুজাতিক গাড়ি নির্মাতারা বেশি বিপাকে পড়েছেন। কারণ, ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন সব যানবাহন ও যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন। এ কারণে আজ ইউরোপের শেয়ারবাজারে পোর্শে, ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। এশিয়ায় বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারজাতকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ নিশান ও মাজদার শেয়ার দর ৩ শতাংশের বেশি কমেছে।
বহুজাতিক গবেষণা, ঋণমান নির্ণয়কারী ও বিনিয়োগ সেবাদাতা প্রতিষ্ঠান মুডিস-এর অর্থনীতিবিদেরা লিখেছেন, ‘গাড়িতে শুল্ক বাড়ানোয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হবে জাপান ও দক্ষিণ কোরিয়ার। বিদেশি গাড়ি আমদানির ওপর ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন, যা বুধবার থেকে কার্যকর হতে চলেছে।
আজ জাপানের টোকিওতে নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ১ শতাংশ কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক ১ দশমিক ৩ শতাংশ, চীনের সাংহাইয়ের সমন্বিত সূচক শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে।
ইউরোপে লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ২ শতাংশ, ফ্রান্সের প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৮ শতাংশ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ১ দশমিক ৯ শতাংশ এবং ইউরোপের আঞ্চলিক সূচক স্টক্স ৬০০ সূচক ১ দশমিক ৭২ শতাংশ কমেছে। আজ ফ্রান্সের ভিডিও গেমের কোম্পানি ইউবিসফটের শেয়ারের দাম ১৫ শতাংশ কমেছে।
মজার ব্যাপার হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণায় তাঁর শীর্ষস্থানীয় উপদেষ্টা ইলন মাস্কও বিপদে পড়তে চলেছেন। কারণ, মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার শেয়ারের দরও আজ দিনের লেনদেনের শুরুতেই ৭ শতাংশ পড়ে যায়।
ডোনাল্ড ট্রাম্পের দেশের শেয়ারবাজারের সার্বিক লেনদেনও আজ লেনদেনের প্রথম দিকে ভালো হয়নি। এর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৫৩ শতাংশ, নাসড্যাক ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
টেক জায়ান্ট তথা প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যালফাবেট ও মেটা প্রাথমিক লেনদেনে পতন ঘটেছে। বিশেষ করে এনভিডিয়ার শেয়ারের দাম ৩ দশমিক ৭ শতাংশ পড়ে গেছে। সূত্র: এএফপি ও বিবিসি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ ব ক শ য় রব জ র ক ১ দশম ক ল নদ ন শ কম ছ সব দ শ ইউর প
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে মারধর করে ১৩ জন কৃষকের ৬৬ একর জমির ধান লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় সংবাদ সম্মেলন করেন কৃষকরা। সেখানেই এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে কৃষক মো. মাসুদ মিয়া লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, তিনি, নায়েব আলী, মোস্তফা মিয়া ও সাইফুল মিয়াসহ ১৩ জন কৃষক সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই আবদুল হকের কাছ থেকে এক বছরের জন্য ৬৬ একর বোরো জমি লিজ নিয়েছিলেন। প্রতি একর জমি ১৩ হাজার টাকায় লিজ নিয়ে চাষাবাদসহ প্রতি একরে খরচ পড়েছে প্রায় ৪৫ হাজার টাকা। প্রতি একরে ধান হওয়ার কথা ১০০ মণ। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। তিনি (মাসুদ মিয়া) লিজ নিয়েছিলেন ৬ একর জমি।
সংবাদ সম্মেলনে মাসুদ মিয়া উল্লেখ করেন, আবদুল হক মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। এ কারণে তাঁর জমি তিনি লিজ দিয়েছেন। তাঁর সঙ্গে বিএনপি নেতা জাহাঙ্গীরের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু কৃষকরা কী দোষ করেছেন। গত শনিবার কম্বাইন হারভেস্টার দিয়ে সমুদয় ধান জাহাঙ্গীরের লোকজন কেটে নিয়ে গেছেন। এতে কৃষক ও তাদের স্বজনরা বাধা দিতে গেলে হামলা চালানো হয়। হামলায় পাঁচজন কৃষক আহত হন।
আহতরা হলেন– মাসুদ মিয়া (৪০), মোস্তফা মিয়া (৪৫), সাইফুল মিয়া (৪০), কাছুম আলী (৫৫) ও জামির হোসেন (৪৩)। গুরুতর আহত মোস্তফা মিয়া ঢাকায় চিকিৎসাধীন।
বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাষ্য, এসব জমির প্রকৃত মালিকরা থাকেন কিশোরগঞ্জ শহরে। তাদের জমি সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই আবদুল হক জোরপূর্বক দখল করেছিলেন। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেলে প্রকৃত মালিকরাই জমি আবাদ করেছিলেন। তারা নিজেদের জমির ধান কাটার সময় অভিযোগকারীদের ৫ একরের মতো জমির ধান কাটা হয়ে থাকতে পারে। তাঁকে বিতর্কিত করার জন্যই আবদুল হকের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে কয়েকজন জামা খুলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মিঠামইন থানায় গেলে লিখিত অভিযোগ দিতে বলা হয়। কিন্তু জমির মালিকদের তালিকা দেওয়ার পরও জাহাঙ্গীরের প্রভাবে থানা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ওসি শফিউল আলম দাবি করেন, জমির ধান কাটার তিন-চার দিন আগে কয়েকজন তাঁর কাছে অনানুষ্ঠানিকভাবে জানান, তারা ধান কাটার ব্যাপারে নিরাপত্তার অভাব বোধ করছেন। তখন তিনি তাদের জমির কাগজপত্রসহ অভিযোগ দিতে বলেন। কাগজপত্র দেখে অন্যদের সঙ্গে কথা বলে ধান কাটার ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তারা যোগাযোগ করেননি, কোনো লিখিত অভিযোগও দেননি।