শিল্পীর সৌজন্যে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ট্রলারডুবিতে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার

ঈদ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামাল শরীফের (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ বুধবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থল পাতাবুনিয়া সংলগ্ন নদী থেকে তার উদ্ধার করা হয়।

জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।

এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে একদল যুবক পার্শ্ববর্তী উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে যান। খেলা শেষে ট্রলারযোগে বাড়ি ফেরার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও জামাল নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও নদীর স্রোত ও গভীরতা এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। আজ সকালে আবারও উদ্ধার কাজ শুরু হলে সকাল ৭টার দিকে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম জানান, ট্রলার ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধার কাজে অংশ নেন। 

গলাচিপা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সৌরভ বালা জানান, নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ