পুঠিয়ায় ঈদগাহে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, আহত ৬
Published: 31st, March 2025 GMT
রাজশাহীর পুঠিয়ায় ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া এক স্কুলশিক্ষক ঈদের নামাজ পড়তে বাড়ি ফিরলে ঈদগাহেই তাঁর ওপর হামলা হয়। ওই শিক্ষকের অভিযোগ, তাঁকে নাগালে না পেয়ে হামলাকারীরা তাঁর পক্ষের লোকজনের চারটি বাড়ি ও একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করেছেন। এ ছাড়া তাঁর পক্ষের চারজন আহত হয়েছেন। এ ছাড়া অপরপক্ষের আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দনপুর গ্রামে।
এই শিক্ষকের নাম এ এস এম মনোয়ার হোসেন (৪৬)। তিনি নন্দনপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর অভিযোগ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনারুল ইসলাম ওরফে জুম্মা হাজির দুই ছেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে আনারুলের দাবি, তাঁর ছেলেই প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাঁদের ধাওয়া করেছে। এ হামলায় আহত হয়েছেন মনোয়ার হোসেনের বড় ভাই জাকির হোসেন (৫২), চাচা মকবুল হোসেন (৫৫), মকবুল হোসেনের আত্মীয় ফজলুল হক (৬০) ও ফজলুল হকের ভাতিজা মোহাম্মদ রকসি (৩৫)।
হামলাকারীরা মনোয়ার হোসেনের বাড়ি ছাড়াও রাশেদুল ইসলাম, গোলাম কিবরিয়া ও মকবুল হোসেনের বাড়ি ভাঙচুর করেছে। তারা মকবুল হোসেনের বাড়িতে লুটপাট করেছে এবং নন্দনপুর বাজারে রাশেদুল ইসলামের সিমেন্টের দোকান ভাঙচুর করেছে। এ ছাড়া তারা মকবুল হোসেনের বাড়িতে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় নন্দনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বিএনপি নেতা আনারুল ইসলাম ওরফে জুম্মা হাজির ভাই। তাঁকে আওয়ামী লীগের সময়ে ক্ষমতাচ্যুত করা হয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় সহকারী প্রধান শিক্ষক এ এস এম মনোয়ার হোসেনকে। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মনোয়ার হোসেন আত্মগোপনে চলে যান। ঈদ উদ্যাপন করার জন্য রোববার বাড়ি ফেরেন মনোয়ার। রাতেই বিষয়টি জানাজানি হয়ে যায়। সকালে নামাজ পড়তে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বিএনপির লোকজন তাঁর ওপরে হামলার চেষ্টা করেন।
এই হামলা থেকে বাঁচতে পারলেও মনোয়ার হোসেনের লোকজন আহত হন এবং তাঁদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। শিক্ষক মনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি কোনোরকমে বাড়িতে পালিয়ে ছিলেন, কিন্তু বাড়ির জানালা-দরজা ভাঙচুর করা হয়েছে। তাঁর সমর্থকদের মারধর করা হয়েছে। মনোয়ার দাবি করেন, বরাবরই তাঁর পরিবার বিএনপির রাজনীতি করে। বিএনপি নেতা আনারুল তাঁর চাচাতো ভাই। মনোয়ার জানান, তিনি বিএনপি পরিবারের সন্তান। কিন্তু আওয়ামী লীগের সময়ে প্রতিষ্ঠানের প্রয়োজনে তাঁকে আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে হয়েছে।
এদিকে আনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ঈদের নামাজ পড়তে গিয়ে দেখেন সব আওয়ামী লীগের লোক এক জায়গায় হয়েছে। তাঁরা তো এখন কেউ আর আওয়ামী লীগের কথা স্বীকার করছেন না। তাঁরা রাতারাতি বিএনপি হয়ে গেছেন আবার। তাঁরা (আওয়ামী লীগের লোকজন) হামলা করার জন্য আগে থেকেই পরিকল্পনা করছিল। আগেই বলাবলি করছিল ঈদগাহেই আজ কিছু একটা হবে।
আনারুল আরও বলেন, তিনি নামাজ শেষ করে কোলাকুলি করছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে। ওরা (মনোয়ার হোসেনের লোকজন) প্রথমে তাঁর (আনারুল ইসলাম) ছেলে তামিমকে উসকানিমূলক কথা বলেন। তারপর আরেক ছেলে হামিদের মাথায় বাড়ি দেয়। ভাতিজা রাফিদ ইসলাম মুন্নাকেও মারধর করে। এরপর এলাকার লোকজন তাঁদের তাড়ানি দিয়েছে। একটা দোকান ভাঙচুর করেছে। তবে কারও বাড়িঘর ভাঙচুর করার কথা শুনেননি বলে জানান আনারুল।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, নন্দনপুরের ঘটনাটি বিএনপি নেতা আনারুল ইসলাম উরফে জুম্মা হাজির পারিবারিক ঘটনা। এটা দীর্ঘদিনের বিরোধের জের। ওখানে পুলিশ পাঠানো হয়েছে। বাড়িঘর দোকানপাট ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে কবির হোসেন বলেন, সেখানে হালকা-পাতলা একটা ঝামেলা হয়েছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মকব ল হ স ন র র ল কজন মন য় র করছ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।
গতকাল মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে চীন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়।
২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।
অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।
সি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।