ঈদের দিন জাফলংয়ে বেড়াতে গিয়ে কিশোর পর্যটকের মৃত্যু
Published: 31st, March 2025 GMT
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে ঈদের দিন বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক কিশোর-পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নয়ন মিয়া (১৩) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাত–আটজন সমবয়সী বন্ধুর সঙ্গে নয়ন জাফলংয়ে বেড়াতে আসে। পিয়াইন নদের জিরো পয়েন্টে নৌকা ভাড়া করে তারা বেড়াতে যায়। এ সময় তারা গোসলের জন্য পানিতে নামে। একপর্যায়ে নয়ন পানির স্রোতে তলিয়ে যায়। পরে নয়নের সঙ্গী ও স্থানীয় লোকজন বিকেল সাড়ে চারটার দিকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ রাত ১০টার দিকে প্রথম আলোকে জানান, নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। খবর পেয়ে নয়নের বাবা এসে ময়নাতদন্ত ও কোনো ধরনের মামলা দায়ের ছাড়া তার লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন। এ আবেদন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।
গতকাল মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে চীন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়।
২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।
অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।
সি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।