রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
Published: 31st, March 2025 GMT
পায়ের জাদুতে ব্রাজিল–আর্জেন্টিনার ফুটবলাররা মাঠের সবুজে সুন্দর ফুটবলের ফুল ফোটান। যুগে যুগে দক্ষিণ আফ্রিকার ফুটবল উপহার দিয়েছে পেলে, ম্যারাডোনা, রোনালদো নাজারিও, লিওনেল মেসি, রোনালদিনিও, নেইমারদের মতো সৃষ্টিশীল ফুটবলার।
এই দক্ষিণ আমেরিকার ফুটবলেই আবার দেখা যায় মাঠের মধ্যে মারামারি, ঘটে কত ধরনের ঘটনা। কখনো এমন খবরও আসে যে রেফারি নিজেকে রক্ষা করতে মাঠে নেমেছেন পকেটে পিস্তল নিয়ে। গতকাল তেমন কিছু ঘটেনি। তবে পেরু কাপের ম্যাচে রেফারি নিজেকে বাঁচাতে একটি দলের কোচিং স্টাফের এক সদস্যকে লাথি মেরেছেন।
পেরু কাপে দেশটির সব অঞ্চলের ক্লাব অংশ নেয়। এখানে খেলেই দেশের শীর্ষ লিগে জায়গা করে নেয়। প্রায় প্রতিবছরই এই টুর্নামেন্টে অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায়। গতকাল স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনার মধ্যকার ম্যাচে তেমনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।
ম্যাচ তখন শেষের দিকে। দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিটের খেলা চলছিল। নিজেদের মাঠে হুয়াকিয়া এগিয়ে ছিল ২–১ গোলে। এমন সময় হঠাৎ রেফারির দিকে একটি বোতল নিয়ে তেড়ে যান মাগদালেনার কোচিং দলের একজন। মাঠে ঢুকে তিনি রেফারির দিকে ছুটে যাচ্ছিলেন। অবস্থা বেগতিক দেখে রেফারিও দৌড়ে এসে কোচিং দলের ওই সদস্যের ঘাড়ে জোরেশোরে লাথি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান ওই কোচ।
এ ঘটনার পর রেফারিকে বাঁচাতে পুলিশ মাঠে চলে আসে। ঝামেলাপূর্ণ কিছু সময় কাটানোর পর ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফ টবল
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।
গতকাল মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে চীন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়।
২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।
অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।
সি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।