নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা একত্রিত হয়েছি ঈদ উল ফিতরের নামাজের জন্য। আজ ধনী গরীব সব আমরা এক কাতারে। ঈদ মানবতার মিলনমেলা।

এটি আত্মপরিশুদ্ধির একটি মাধ্যম। ভেদাভেদ ভুলে আজ আমরা সকলে বুকে বুক মেলাবো আনন্দ ভাগাভাগি করবো। এটিই ইসলাম, এটিই উৎসবের সৌন্দর্য। আসুন আমরা সকল লোভ লালসা ভুলে বিশ্ব ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করতে সচেষ্ট হই।

সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সব রাগ, অহংকার দূর করে একটি আনন্দের মিলনমেলা আমরা তৈরি করতে সক্ষম হবো। আমি আজকের এ দিনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই।

আমরা ঈদের স্পিরিট ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নারায়ণগঞ্জের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে । সোমবার (৩১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, জামাতে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সুস্থতা কামনাসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনায়, ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের প্রার্থনায় দোয়া করা হয়। এছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও প্রায় চার হাজার মসজিদে প্রায় আট হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঈদ মানবতার মিলনমেলা। এটি আত্মপরিশুদ্ধির একটি মাধ্যম। আসুন আমরা সকল লোভ লালসা ভুলে বিশ্ব ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করতে সচেষ্ট হই।

তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা একত্রিত হয়েছি ঈদ উল ফিতরের নামাজের জন্য। আজ ধনী গরীব সব আমরা এক কাতারে। ভেদাভেদ ভুলে আজ আমরা সকলে বুকে বুক মেলাবো আনন্দ ভাগাভাগি করবো। এটিই ইসলাম, এটিই উৎসবের সৌন্দর্য।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, আমাদের সব রাগ, অহংকার দূর করে একটি আনন্দের মিলনমেলা আমরা তৈরি করতে সক্ষম হবো। আমি আজকের এ দিনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা ঈদের স্পিরিট ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
  • ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি
  • নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
  • নারায়ণগঞ্জ টাইমস এর পাঠক, শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা
  • তারেক রহমানের ঈদ উপহার পেলেন জুলাই গণ অভ্যুত্থান নিহত শহীদ জয়ের পরিবার
  • নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে