‘প্রতিদিনই তো প্রায় দুই লাখ টাকা বেচাকেনা করেন। তাহলে ক্যাশ ড্রয়ারে টাকা এত কম রেখেছেন কেন? টাকা কম রেখেছেন তাই, কয়েক বস্তা ভরে মালামাল নিয়ে এসেছি।’- রাতে চুরির পর ভোরে দোকান মালিককে ফোন দিয়ে এমন কথা বলেছে এক চোর। আলোচিত এমন কথোপকথনের ঘটনাটি ঘটেছে ঈদের দিন আজ। সোমবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডের মল্লিক ফার্মেসির মালিকের সঙ্গে।

প্রতিষ্ঠানটির মালিক হরেন্দ্রনাথ সাহা সমকালকে জানান, ঈদের দিন সোমবার ভোরে বাড়িতে ফন রেখে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে তার মোবাইলে কয়েকবার কল আসে। তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলেন, আপনাদের দোকান চুরি করেছি। কিছু সময় পরই তিনি বাড়িতে আসলে তার স্ত্রী ফোনের এমন কথাটি জানান। প্রথমে তিনি মনে করেছিলেন, কেউ হয়ত ইয়ার্কির ছলে এমন করছে। এরপর ওই নাম্বারে কল দিলে রিসিভ করে চোর বলেন, ‘রাতে আমি আপনার ফার্মেসিতে চুরি করেছি।’ চোর আরও বলেন, ‘প্রতিদিনই তো আপনার ফার্মেসিতে প্রায় দুই লাখ টাকার উপরে বেচাকেনা করেন। কিন্তু ক্যাশ ড্রয়ারে ৪০/৫০ হাজার টাকা রেখেছেন কেন? টাকা কম রেখেছিলেন, তাই আমরা কয়েক বস্তায় ভরে ঔষধ নিয়ে এসেছি। দোকানে গিয়ে খুলে দেখেন, সব দেখতে পাবেন।’ 

এমন কথা শোনার পর পরই মালিক হরেন্দ্রনাথ দ্রুত চাবি নিয়ে দোকান খুলে দেখেন, সত্যিই ক্যাশ ড্রয়ার ভাঙা। দোকানের কয়েকটি র‌্যাকে ওষধপত্র খালি।

মালিক হরেন্দ্রনাথ জানান, ঈদের আগের দিন গভীর রাতে চোরেরা তার দোকানের পেছনের গ্রিল কেটে প্রবেশ করে এই চুরি করে। এ ঘটনার পর বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

বেপরোয়া গতির ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, ৪ যুবক নিহত

বিস্তারিত আসছে...

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ