ট্রাম্পের হুমকির পর সুর নরম রাশিয়ার
Published: 31st, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইউক্রেন ইস্যুতে সুর নরম করতে শুরু করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন আবারো ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত। ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।
রবিবার সাংবাদিকদের কাছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা আমেরিকান পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, মূলত আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারনের ক্ষেত্রে পূর্ববর্তী (মার্কিন) প্রশাসনের মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ইউক্রেন শান্তি প্রক্রিয়াতেও কাজ করছি।”
তিনি বলেন, “কাজ চলছে। আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কিছু নেই যা আমরা আপনাদের বলতে পারি বা উচিত।”
ইউক্রেনের যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে পুতিনের ওপর ট্রাম্পের ক্ষোভ সম্পর্কে পেসকভ বলেন, “এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, সম্ভবত উপাদনগুলের জটিলতার কারণে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রেসিডেন্ট পুতিন প্রস্তুত রয়েছেন।”
তিনি আরো বলেন, দুই নেতার মধ্যে কথোপকথনের ব্যাপারে সময় সুনির্দিষ্ট করা নেই। তবে তারা যখনই চাইবেন তখনই ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, রবিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দৃষ্টিভঙ্গির বিষয়ে তিনি‘হতাশ’ হয়ে পড়েছেন। পুতিন যদি এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হন তাহলে যুক্তরাষ্ট্র মস্কোর তেল রপ্তানিতে শুল্ক আরোপ করবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮
ভারতের গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
মঙ্গলবার (১ এপ্রিল) গুজরাটের বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরে আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, তীব্র বিস্ফোরণের ফলে ভবনের একাংশ ভেঙে পড়ে।
বনাসকাণ্ঠা জেলার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা বলেন, "বিস্ফোরণের পর পরই স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গোডাউনের একাংশেই শ্রমিকরা তাদের পরিবার নিয়ে বসবাস করতেন। বিস্ফোরণের সময়ও কারখানার শ্রমিকরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মারা যাওয়া চার শিশুর মধ্যে দুই জনের বয়স এক বছরেরও নিচে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন ইয়াদভ। নিহতের পরিবারের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
ঢাকা/ইভা