মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইউক্রেন ইস্যুতে সুর নরম করতে শুরু করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন আবারো ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত। ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

রবিবার সাংবাদিকদের কাছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা আমেরিকান পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, মূলত আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারনের ক্ষেত্রে পূর্ববর্তী (মার্কিন) প্রশাসনের মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ইউক্রেন শান্তি প্রক্রিয়াতেও কাজ করছি।”

তিনি বলেন, “কাজ চলছে। আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কিছু নেই যা আমরা আপনাদের বলতে পারি বা উচিত।”

ইউক্রেনের যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে পুতিনের ওপর ট্রাম্পের ক্ষোভ সম্পর্কে পেসকভ বলেন, “এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, সম্ভবত উপাদনগুলের জটিলতার কারণে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রেসিডেন্ট পুতিন প্রস্তুত রয়েছেন।”

তিনি আরো বলেন, দুই নেতার মধ্যে কথোপকথনের ব্যাপারে সময় সুনির্দিষ্ট করা নেই। তবে তারা যখনই চাইবেন তখনই ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, রবিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  দৃষ্টিভঙ্গির বিষয়ে তিনি‘হতাশ’ হয়ে পড়েছেন। পুতিন যদি এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হন তাহলে যুক্তরাষ্ট্র মস্কোর তেল রপ্তানিতে শুল্ক আরোপ করবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যে তাঁদের নেওয়া শুরু হবে। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনাসদস্যদের নেওয়া হবে।

আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।

প্রেস সচিব বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে, তবে এ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ