ভারতীয় নতুন নির্মাতা সনোজ মিশ্র। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’সিনেমা নির্মাণসূত্রে পরিচিতি লাভ করে। এরপরই অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সিনেমার ঘোষণা করেন তিনি। সে সিনেমার কাস্টিংয়ে মহাকুম্ভের ভাইরাল মালাপসারিণী মোনালিসা ভোঁসলেকে ঠাঁই দিয়ে দারুণ চর্চায় আসেন তিনি। সে সময় তিনি ঘোষণা করেছিলেন বলিউডের আর পাঁচজন অভিনেত্রীর মতো এই মেয়েটি অর্ধনগ্ন হয়ে ছবি পোস্ট করে না। ভীষণই সাদামাটা, সংস্কৃতিমনস্ক মোনালিসা।’ সনোজ মিশ্রর এমন কটাক্ষ নিয়ে অনেকেরই ভ্রু আন্দোলিত হয়েছিল! এবার সেই পরিচালকই  ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার! 

আনন্দবাজার পত্রিকা জানায়, ঝাঁসির এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোববার সনোজ মিশ্রকে গ্রেপ্তার করেছে নবি করিমের পুলিশ। ওই তরুণীর অভিযোগ, ২০২১ সালে সনোজের সঙ্গে যে নারীর পরিচয় হয়। ঝাঁসিতে পৌঁছে পরিচালক নাকি ওই নারীকে নাকি  হুমকি দেন, দেখা না করলে তিনি আত্মঘাতী হবেন। সেই ভয়েই তরুণী দেখা করতে বাধ্য হন। এরপরই কাজ দেওয়ার নাম করে এক রিসোর্টে  নিয়ে গিয়ে মাদকমিশ্রিত পাণীয় খাইয়ে ধর্ষণ করেন।

 শুধু তাই নয়, অভিযোগকারী আরও জানান, সনোজ মিশ্র তার আপত্তিকর ছবি-ভিডিও করেন এবং মুখ খুললে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন। এরপরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতাকে বিভিন্ন জায়গায় ডেকে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সনোজ মিশ্র। এমন অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ঝাঁসির ওই তরুণী। যার ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয়েছে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির পরিচালককে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাবরকে ছাড়িয়ে গেলেন কোহলি

এই মৌসুমটা দারুণ কাটছিল রইয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। তবে একটাই খুঁত ছিল, ঘরের মাঠে জিততে পারছিল না বিরাট কোহলিরা। নিজেদের ডেরায় টানা তিন ম্যাচ হারে দলটি। হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের পর অবশেষে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে দুইশর বেশি রান করতে সক্ষম হয় এবং এক রোমাঞ্চকর জয় পায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে পায় ২০৫ রানের পুঁজি। সেই রান তাড়া করতে নেমে সুবিধাজনক জায়গা থেকেও ১১ রানে ম্যাচ হারে রাজস্থান। ম্যাচে ৭০ রানের ইনিংস খেলা কোহলি এই রাতে ছাড়িয়ে গেলেন বাবর আজমের একটি রেকর্ড।

বিরাট কোহলি খেলেন ৪২ বলে ৭০ রানের ইনিংস। ৩২তম বলে ফিফটি ছুঁয়ে কোহলি গড়েন নতুন রেকর্ড। আন্তর্জাতিক ম্যাচ ও ফ্র্যাঞ্চাইজি লিগসহ সব ধরনের স্বীকৃত টি–টোয়েন্টিতে আগে ব্যাট করে সবচেয়ে বেশি ৬২টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন কোহলি। এতদিন ৬১টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এই রেকর্ড ছিল বাবরের।

আরো পড়ুন:

বেঙ্গালুরুর জন্য ঘরের মাঠ বিভীষিকা

‘ভাবিনি ১৫ বছর একসাথে খেলব’

ম্যাচ শেষে কোহলি, “আমরা ঘরের মাঠে তিনটি গড়পড়তা ম্যাচ খেলেছি এবং ব্যাটিং ইউনিটে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি যে, আমাদের কী কী ঠিক করতে হবে। আজ আমরা বোর্ডে ভালো রান তুলতে পেরেছি। আমরা অনুভব করছিলাম যে পিচটা স্কোরবোর্ডে যেরকম দেখা যাচ্ছিল, ততটা সহজ ছিল না।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ