উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। এদিন পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন বেশির ভাগ মানুষ। কিন্তু এমন অনেক পেশার মানুষ আছেন, যাঁদের জন্য এই দিনটিও কাটছে কাজের ব্যস্ততায়। হাসপাতাল, থানা-পুলিশ, ট্রাফিক পুলিশ, গণমাধ্যম, জরুরি পরিষেবা ও পরিবহন খাতের সঙ্গে যুক্ত অনেকেই আজ ঈদের দিনেও নিরবচ্ছিন্নভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে গিয়ে দেখা গেল, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভিড় রয়েছে। বিভিন্ন দুর্ঘটনা ও হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা। আর তাঁদেরই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবদুর রহমান বলেন, ‘আমরা চিকিৎসকেরা নিয়মিতই পালাক্রমে দায়িত্ব পালন করি। সে অনুযায়ী ঈদের দিনেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের রোগীদের সেবা করতে হয়। এই সেবার মাঝেই আমাদের ঈদের আনন্দ।’

জরুরি বিভাগে সকাল থেকে আটজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন জানিয়ে আবদুর রহমান আরও বলেন, এ বিভাগের বেশির ভাগ চিকিৎসক কাজে রয়েছেন। আজ ঈদের দিনেও বিভিন্ন দুর্ঘটনা, মারামারি ও হামলায় গুরুতর আহত হওয়া অনেককে হাসপাতালে আনা হচ্ছে। ফাঁকা রাস্তায় অনেকে বেপরোয়া যানবাহন কিংবা মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন।

জরুরি বিভাগে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছিল মিশুক চালক ইমরান মিয়াকে। রামপুরার মেরাদিয়া এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁর মাথায় ব্যান্ডেজ প্যাঁচানো ছিল।

রাজধানীবাসীর নিরাপত্তা দিতে ঈদের দিনেও মাঠে কাজ করছেন পুলিশ সদস্যরা। ঢাকা, ৩১ মার্চ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঈদ র দ ন ও চ ক ৎসক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এই তথ্য সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ